এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় সুখবর! সাধারণ নাগরিকের জন্য বাজারে এসে গেল রাশিয়ার করোনা ভ্যাক্সিন! জানুন বিস্তারে

বড়সড় সুখবর! সাধারণ নাগরিকের জন্য বাজারে এসে গেল রাশিয়ার করোনা ভ্যাক্সিন! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সারা বিশ্বের মানুষ যখন ভ্যাকসিনের অপেক্ষায় হন্যে হয়ে আছে, সেই সময় অ্যাস্ট্রোজেনেকার তরফ থেকে মন খারাপ করা খবর পাওয়া গেল যে, যাদের শরীরে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছিল তাদের মধ্যে, অপ্রত্যাশিতভাবে একজন ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তাদের তৈরি করোনা ভ্যাকসিনের টিকার ট্রায়াল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে, সেটা জানতে গিয়ে জানা যায়, এই টিকা নেওয়ার পর একজন স্বেচ্ছাসেবক অতিরিক্ত জ্বরে কাবু হয়ে পড়েছেন। আর সেজন্যই নিয়ম অনুযায়ী এই ভ্যাকসিনের ট্রায়াল এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করা হয়েছে।

আর এই খবরের পরই ভ্যাকসিন নিয়ে আশাবাদী যারা তাদের মধ্যে চূড়ান্ত হতাশা তৈরি হয়েছে। তবে এরই মধ্যে আরো একটি খবর সেই করোনা অন্ধকারে আশার আলো দেখাবে বলে আশা করা যাচ্ছে। বলে রাখা দরকার, সেইসময় রাশিয়ার সরকার জানিয়েছিল যে তাঁরাও তৈরী করে ফেলেছেন করোনা প্রতিষেধক। স্ফুটনিক ভি নামের সেই ভ্যাকসিন ভারতের মতো যার পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় নেই বলেই দাবি ছিল তাদের। পুতিনের মেয়েকে পরীক্ষামূলকভাবে সেটা প্রয়োগ করা হয়েছিল বলেও জানা যায়। তবে তার ট্রায়াল যে ভালো সাড়া ফেলেছিল সেটা বলাই বাহুল্য। এবার সেই ভ্যাকসিন নিয়েই পাওয়া গেছে ভালো খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে সম্প্রতি জানানো হয়েছে যে, ইতিমধ্যেই স্পুটনিক ফাইভের প্রথম ব্যাজ সাধারণ নাগরিকের জন্য বাজারে আনা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই সারা দেশে এলাকা ভাগ করে ডেলিভারি শুরু করা হবে। সেই সঙ্গে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক আশাবাদী যে, দ্রুত এই টিকা বেশি বেশি নাগরিকের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে তারা। জানা গেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সঙ্গে হাত মিলিয়ে ভ্যাকসিনটি তৈরি করেছে গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। রাশিয়ার দাবি অনুযায়ী, এটিই পৃথিবীর প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ বিশ্বের একাধিক দেশ এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও কিছু জানানো হয়নি হলেই খবর।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিনে এখনও ছাড়পত্র না দিলেও আমেরিকা-সহ একাধিক দেশের অভিযোগ, কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই টিকা তৈরি করে রাশিয়া নিজের ক্ষমতা প্রকাশ করতে চাইছে। তবে সেসব কথার তোয়াক্কা না করে নিজেদের মতোই ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে রাশিয়া। একটি জার্নাল তাদের প্রাথমিক ট্রায়ালের রিপোর্টে দাবি করেছে যে, ভ্যাকসিনটি করোনা টিকার প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অ্যান্টিবডি তৈরি করতে সফল হয়েছে। ফলে এটিকে নিয়ে আসা রাখাই যায়। তাহলে কি রাশিয়ার সফলতা সত্যিই সারা বিশ্ববাসীর কাছে আশীর্বাদ হয়ে আসে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!