এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মোদী সরকারকে আরও চেপে ধরতে এবার বড়সড় পদক্ষেপের পথে সম্মিলিত বিরোধীরা! জানুন বিস্তারিত

মোদী সরকারকে আরও চেপে ধরতে এবার বড়সড় পদক্ষেপের পথে সম্মিলিত বিরোধীরা! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি মাসের ১৪ ই সেপ্টেম্বর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি সূত্র থেকে জানা গেছে, এই নির্বাচনে বিজেপি প্রার্থী করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের সাংসদ হরিবংশ নারায়ণ সিংহকে। ইতিপূর্বে ২০১৮ সালে তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তার সাংসদের মেয়াদ উর্তীর্ণ হওয়ার জন্য তাঁকে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। তবে তিনি পুনরায় সাংসদ রূপে নির্বাচিত হয়েছেন। একারণেই পুনরায় তাঁকে প্রার্থী করতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত এই মুহূর্তে রাজ্যসভায় এনডিএ তথা বিজেপির যতটা জোর আছে সে দিক থেকে বিচার করলে হরিবংশ নারায়ণ সিং এর পুনরায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে আসীন হওয়ার সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। তবে এনডিএর বিরুদ্ধে লড়াইতে হার নিশ্চিত জেনেও কংগ্রেসের তরফ থেকে এই নির্বাচনে প্রার্থী দাঁড় করানো হচ্ছে। প্রসঙ্গত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চাইছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারমান এর নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিরোধীদের দলগুলিকে এক ছাতার তলায় এনে সম্মিলিতভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিক চাপের মধ্যে ফেলতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমস্ত বিরোধীদলকে একত্রিত হয়ে প্রার্থী ঘোষনা করার আবেদন জানিয়েছেন। এই জন্য একটি বিশেষ ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিলেন তিনি। গতকাল মঙ্গলবার এই ভার্চুয়াল মিটিং এ সংসদের আগামী অধিবেশনে বিরোধী দলগুলোর কার্যপদ্ধতি নিয়েও বিশেষ আলোচনা চলে। গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, আনন্দ শর্মা, মণীশ তেওয়ারির মতো কংগ্রেস নেতারা। প্রসঙ্গত দু সপ্তাহ আগে কংগ্রেসের নেতৃত্বের বদলের আবেদন জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে এরা প্রত্যেকেই রাহুল গান্ধীর কোপে পড়েছিলেন। তবে গতকালের সভায় তাঁদের কোন বিরোধী বক্তব্য রাখতে দেখা যায়নি।

অন্যদিকে গতকালের এই ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ুর কংগ্রেস জোট সঙ্গী ডিএমকেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে বিশেষ সুযোগ দিলেন সোনিয়া গান্ধী। আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ রেখে জোট সঙ্গীর সঙ্গে আরো দৃঢ় সম্পর্ক তৈরী করতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর এই পদক্ষেপ বলে অনেকের অভিমত।

অন্যদিকে গতকাল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে বিক্ষোভ জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রকে বিষেদাগার করে টুইটে তিনি লিখলেন যে, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে এলআইসির আংশিক বিলগ্নিকরণের ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন তিনি। গতকাল এ বিষয়ে রাহুল গান্ধীকে সমর্থন জানালেন সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!