এখন পড়ছেন
হোম > রাজনীতি > নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা, আদালতের নির্দেশে ব্যাপক চাপে রাজ্য!

নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা, আদালতের নির্দেশে ব্যাপক চাপে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল ভাঙ্গড়। শেষ দিনে এক আইএসএফ কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে। যে ঘটনার পর সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি একাধিকবার বলেছেন, তিনি আতঙ্কে এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই নওশাদ সিদ্দিকীকে দ্রুত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। যত দ্রুত সম্ভব, নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা বাহুল্য, সম্প্রতি নিজের নিরাপত্তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর তারপরেই এদিন হাইকোর্টের এই নির্দেশ তাকে অনেকটাই স্বস্তি দিলো বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে নওশাদ সিদ্দিকী এতদিন যে সন্ত্রাসের অভিযোগ করেছিলেন, তা আবার স্পষ্ট হয়ে গেল। কেননা আদালতের পক্ষ থেকে তাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। যার ফলে রাজ্য পুলিশের ওপর যে ভরসা করতে পারছে না কোনো পক্ষই, তা এক কথায় স্পষ্ট। পাশাপাশি আদালতের এই নির্দেশে রাজ্য অনেকটাই ব্যাকফুটে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!