এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “দুই গালে থাপ্পর খেয়ে ফিরে এসেছে” রাজ্যকে কটাক্ষ করে কেন এমন বললেন সুকান্ত !

“দুই গালে থাপ্পর খেয়ে ফিরে এসেছে” রাজ্যকে কটাক্ষ করে কেন এমন বললেন সুকান্ত !


 

প্রিয়বন্ধু  মিডিয়া রিপোর্ট –  পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কড়া নির্দেশ। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। যাকে কটাক্ষ করেছিল বিরোধীরা। অনেকেই বলেছিলেন, এই ব্যাপারে সুপ্রিম কোর্টেও ধাক্কা খাবে রাজ্য সরকার। অবশেষে তাকেই বাস্তবায়িত করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও হাইকোর্টের নির্দেশকে বহাল রাখা হয়েছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, দুই গালে থাপ্পড় খেয়েই ফিরে আসতে হয়েছে রাজ্যকে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আমি তো আগেই বলেছিলাম, হাইকোর্টে থাপ্পর খেয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পর খাবে, সেটাই হলো। এবার দুই গালে থাপ্পড় খেয়ে গাল লাল করে ফিরে আসতে হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে শীর্ষ আদালতের নির্দেশের পরে ব্যাকফুটে রাজ্য সরকার। রাজ্য চেয়েছিল যাতে কেন্দ্রীয় বাহিনীকে আটকানো যায় কিন্তু তাদের সেই আশা পূরণ হলো না। যার ফলে এবার রাজ্যের বিড়ম্বনা বাড়িয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!