এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে নীচুতলায় রদবদল কি শুভেন্দুকে আরও কোনঠাসা করতে? তীব্র চর্চা শুরু শাসকদলের অন্দরেই!

তৃণমূলে নীচুতলায় রদবদল কি শুভেন্দুকে আরও কোনঠাসা করতে? তীব্র চর্চা শুরু শাসকদলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের উপরতলা থেকে নিচুতলা, সর্বস্তরেই কি এবার শুভেন্দু অধিকারীর ডানা ছাটার প্রক্রিয়া শুরু করে দিল শাসকদল? কিছু ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত এখন এই জল্পনাই উস্কে দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠক শুভেন্দু অধিকারীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে মনে করা হলেও, শেষ পর্যন্ত তাকে সেরকম কোনো জায়গায় বসানো হয়নি। উল্টে বিভিন্ন জায়গায় শুভেন্দুবাবু পর্যবেক্ষক থাকলেও, তৃণমূল কংগ্রেস এই পদকে তুলে দিয়েছে।

স্বাভাবিকভাবেই তার গুরুত্ব যে শাসকদলে অনেকটাই কমানো হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার একসময় মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী তার হাত দিয়ে যে সমস্ত ব্লক সভাপতি নিয়োগ করেছিলেন, এবার সেখানেও বদর আনতে চলেছে শাসকদল। যে ঘটনা শুভেন্দু অধিকারীর ডানা ছাটার আরও একধাপ বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

জানা গেছে, বেশিরভাগ ব্লক সভাপতি পদের জন্য গড়ে চার থেকে পাঁচ জনের নাম সুপারিশ হয়েছে। খড়গ্রাম ব্লকে মফিজুদ্দিন মন্ডলের মৃত্যুর পর তার জায়গায় কাকে আনা হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এছাড়াও এই জেলায় দীর্ঘদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। যেমন জাকির হোসেনের সঙ্গে জঙ্গিপুরের পৌর প্রধানের লড়াই, আমিরুলের সঙ্গে খলিলুর রহমানের বিবাদ সহ সৌমিক হোসেনের সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর বিবাদ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হবে তৃণমূল কংগ্রেসকে। আর তার মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল ভবন থেকে মুর্শিদাবাদ জেলায় ব্লক কমিটি গঠনের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, নীচুতলায় শুভেন্দু অধিকারী তার সংগঠনকে অনেকটাই বিস্তৃতি লাভ করিয়েছিলেন। সকলের সঙ্গে তার পরিচয় তাকে অনেকটাই সাংগঠনিকভাবে দক্ষ করে দিয়েছিল। তাই নিজের মতো করে যে সমস্ত জেলায় তিনি দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলায় সংগঠনকে সাজাতে শুরু করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কিন্তু পর্যবেক্ষক পদ থেকে তাকে সরিয়ে দিয়ে তার হাত থেকে বিভিন্ন জেলা নিজের হাতে নিতে শুরু করে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি একাংশের।

তাই এই পরিস্থিতিতে শুধু জেলা নেতৃত্ব পরিবর্তন নয়, এবার ব্লক নেতৃত্ব পরিবর্তন করেও শুভেন্দু অধিকারীর হাত থেকে সমস্ত কিছু নিজের হাতে নিতে চাইছেন অভিষেকবাবু বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দুবাবুর তৃণমূলে যে অনেকটাই ডানা ছাটা যেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূল যদি এইভাবে শুভেন্দু অধিকারীর ডানা ছাটার পরিকল্পনা করে তাহলে শুভেন্দুবাবুও যে চুপ করে বসে থাকবেন না, তাও একপ্রকার নিশ্চিত। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!