এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলকে উপনির্বাচনের বৈতরণী পার করতে এবার মন্ত্রী রাজীব ব্যানার্জিকে বড়সড় দায়িত্ব দলনেত্রীর

তৃণমূলকে উপনির্বাচনের বৈতরণী পার করতে এবার মন্ত্রী রাজীব ব্যানার্জিকে বড়সড় দায়িত্ব দলনেত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের অন্যান্য কেন্দ্রের উপনির্বাচন গুলি সাধারণত পরবর্তী বিধানসভা নির্বাচনের সময়ে হবার সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষদিকেই হবার সম্ভাবনা আছে। আর ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে নিজেদের ঘুটি সাজাতে ব্যস্ত হয়ে উঠল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ শুক্রবার এই উদ্দেশ্যে ফালাকাটার দেওগাঁ পঞ্চায়েতের বুথ পঞ্চায়েত কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে চলেছেন পশ্চিমবঙ্গের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়লাভের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফালাকাটা অঞ্চলের বিশেষ পর্যবেক্ষক করে নিযুক্ত করলেন। আজ দেওগাঁ হাইস্কুল প্রাঙ্গনে বিকেল পাঁচটায় তৃণমূলের বুথ ভিত্তিক বিশেষ নির্বাচনী এক কর্মীসভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে আগামীকাল শনিবার সকালে ফালাকাটা ব্লকের অন্তর্গত পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এর বুথ কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সমস্ত বুথ থেকে মোট ১০ জন করে বাছাই করা তৃণমূল সদস্যদের নিয়ে বসতে চলেছে এই বিশেষ নির্বাচনী বৈঠক। এই নির্বাচনি বৈঠকের পাশাপাশি কমিউনিটি হলে একটি সরকারের মিটিংয়ে যোগ দিতে পারেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। তার সঙ্গেই ফালাকাটা ব্লকের সাতমাইল দপ্তরের বেশকিছু সরকারি কাজ নিয়ে বনকর্তাদের সঙ্গে বনমন্ত্রীর একটি বৈঠকের যথেষ্ট সম্ভাবনা আছে। প্রসঙ্গত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মোট ২১ টি বুথ বিশিষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই অঞ্চলটি পঞ্চায়েত হিসাবে আলিপুর ১ ব্লকের অন্তর্ভুক্ত হলেও বিধানসভা কেন্দ্র হিসেবে এটি ফালাকাটা বিধানসভার অন্তর্গত। অন্যদিকে পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত সহ ফালাকাটা বিধানসভা কেন্দ্রে মোট ১৩ টি পঞ্চায়েত আছে। উপনির্বাচনের উদ্দেশ্যে এগারটি পঞ্চায়েতে ইতিমধ্যেই বুথ সদস্যের বৈঠক সমাপ্ত , বাকি থাকা দুটি বুথ পূর্ব কাঁঠালবাড়ি ও দেওগাঁ বৈঠকে প্রধান ভূমিকা পালন করে চলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছিল বিজেপি।

কিন্তু তারপরে বেশকিছু বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে দল বদল করার অঞ্চলটি শাসক দলের হাতে চলে আসে। এভাবে বেশকিছু বিজেপি সদস্য তৃণমূলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েতের এলাকাটি তৃণমূলের মালিকানায় এসেছে। কিন্তু এই অঞ্চলের এখনো বিজেপির যথেষ্ট ক্ষমতা আছে। এই কারণেই মুখ্যমন্ত্রী এই অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে বনমন্ত্রী এই অঞ্চলে বিজেপির প্রভাবের বিষয়টিকে একেবারে গুরুত্বহীন বলে মনে করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “বিষয়টি ঠিক তা নয়। পূর্ব কাঁঠালবাড়ি পঞ্চায়েতে এখন আর বিজেপির জমি নেই। উপনির্বাচন সময় মতো হলে ওই পঞ্চায়েতেও আমরা লিড নেব।” সবমিলিয়ে এই আসন্ন উপনির্বাচনকে কার্যত আগামী বছর হতে চলা বিধানসভা নির্বাচনের মহড়া বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাই কোনো মতেই এই নির্বাচনকে হালকা ভাবে নিতে রাজি নয় কোনো রাজনৈতিক দলই। ফলে, এখন থেকেই নিজের অনুগত সৈনিক রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠিয়ে ঘুঁটি সাজাতে শুরু করে দিলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছে সংশ্লিট মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!