এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধীর গড়ে পৌরসভা ভোট নিয়ে নয়া ভাবনা তৃণমূলের, জেনে নিন!

অধীর গড়ে পৌরসভা ভোট নিয়ে নয়া ভাবনা তৃণমূলের, জেনে নিন!

বাস্তব জীবনে প্রতিমুহূর্তে অভিজ্ঞতা নিয়ে পথ চলতে হয়। অভিজ্ঞতা সাফল্য পাওয়ার অন্যতম অঙ্গ। যদি কারও জীবনে অভিজ্ঞতা না থাকে, তাহলে সে পরাজিত হবেই। তাই সেদিক থেকে এবারের পৌরসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে সাফল্য পেতে, সেই অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের প্রার্থী করার দিকে নজর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সম্প্রতি বহরমপুরে তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।

আজ সেখানেই অভিজ্ঞ নেতাদের যাতে এবারের নির্বাচনে বেশি করে প্রার্থী করা যায়, তার জন্য আলোচনা হয়েছে। আর তৃনমূলের অন্দরে অভিজ্ঞ নেতাদের পৌরভোটে লড়াই করার জন্য বলা নিয়ে এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যারা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের বড় বড় মাথা, তারা একসময় কংগ্রেসে থেকে ভোট পরিচালনা করেছেন এবং সাফল্য পেয়েছেন। তাই সেই সমস্ত নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের নির্বাচনে দাঁড় করিয়ে জয় পেতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই বহরমপুর পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাতে অনেকেই রয়েছেন। গত মঙ্গলবার জেলার পৌরসভার চেয়ারম্যান এবং নেতাদের কলকাতায় ডেকে বেশ কিছুক্ষণ আলোচনা করেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। যেখানে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি এখন থেকেই দেওয়াল লিখন সহ অন্যান্য কাজ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাটিতে তৃণমূল লড়লেও, অধীরবাবুর কংগ্রেস যে তাদের ছেড়ে কথা বলবে না, তা ভালোমতোই জানে তৃণমূল নেতৃত্ব।

আর তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য অভিজ্ঞ নেতাদের কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের নেতা অশোক দাস বলেন, “প্রার্থী হতে আমার অসুবিধে নেই। কংগ্রেসকে হারানো একমাত্র লক্ষ্য। শহরে উন্নয়ন করার জন্যই প্রার্থী হব।” অন্যদিকে এই ব্যাপারে শহর তৃণমূলের আরেক অভিজ্ঞতাসম্পন্ন নেতা তথা বহরমপুরের তৃণমূলের সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “প্রবীণ নেতারা ভোটে দাঁড়ালে দলের কর্মীরা উৎসাহিত হবেন। আশা করি সবাই এই প্রস্তাব মেনে নেবে।” কিন্তু গোটা পরিস্থিতি কিভাবে সম্পন্ন হয়, অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের কতটা কাজে লাগাতে পারে তৃণমূল কংগ্রেস এবং তাতে তারা কিভাবে সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!