এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বোর্ড প্রেসিডেন্ট হয়েই বিরাট ও ঋদ্ধিমানকে বড়সড় বার্তা সৌরভ গাঙ্গুলির

বোর্ড প্রেসিডেন্ট হয়েই বিরাট ও ঋদ্ধিমানকে বড়সড় বার্তা সৌরভ গাঙ্গুলির

বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী কে ঘিরে বাঙালি আবার গর্বের শিখরে পৌঁছালো। এবার বিসিসিআই প্রেসিডেন্ট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 23 শে অক্টোবর এর বিসিসিআইয়ের সভায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন মহারাজ সৌরভ গাঙ্গুলী।

তবে খাতায়-কলমে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট হবার সাথে সাথে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে নাম লিখে দিলেন। এর আগে মাত্র একজন ভারতীয় অধিনায়ক ক্রিকেটের ইতিহাসে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী এই দায়িত্ব পেলেন।

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ গ্রহণ করার পর এদিন কলকাতার ফেরেন বাঙালির প্রিয় মহারাজ। মুম্বাই থেকে ফিরে কলকাতায় সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি সম্পর্কিত সমস্ত প্রশ্নের পাশাপাশি ভারতীয় টিমের বর্তমান অবস্থা সংক্রান্ত প্রশ্নেরও জবাব দেন।

ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ গাঙ্গুলি এদিন সাংবাদিকদের বলেন, ‘ভারত খুব ভালো টিম। একমাত্র সমস্যা আছে, বিরাটকে অবশ্যই মেনে নিতে হবে যে, শেষ সাতটি আইসিসি বড় টুর্নামেন্টের মধ্যে ভারত একটাও জেতেনি।’ অন্যদিকে, সৌরভ গাঙ্গুলী জানান বিরাট কোহলির টিম সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খুবই ভালো খেলেছে। তিনি আরও বলেন, ‘আশা করা যায়, বিরাট এটা পাল্টে ফেলতে পারবে। ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

অন্যদিকে বাংলার আরেক গর্ব ঋদ্ধিমান সাহা সম্পর্কে সৌরভ গাঙ্গুলী জানান, ‘তাঁর উইকেটকিপিংয়ের দক্ষতায় কোনও প্রশ্নই আসে না। তবে 100 ম‍্যাচ খেলতে হলে তাকে আরও রান করতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আরোও একটি ম্যাচ হাতে আছে এবং সেখানে তাঁর একটি সেঞ্চুরি করার সুযোগ রয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখযোগ্যভাবে ক্রিকেট মাঠে ভারতের সর্বশেষ বড় জয়টি এসেছিল 2013 সালে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন এর শিরোপা পেয়েছিল।

তার আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত 2011 সালে বিশ্ব জয় করে বিশ্বকাপ ভারতের মাটিতে নিয়ে আসে। অন্যদিকে বিরাট কোহলীর নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেট এক অন্য মাত্রায় খেলছে এবং বিদেশের মাটিতেও জয় আনছে। ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় সেই কথাই বহন করে।

প্রসঙ্গত 2016 সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত ওয়েস্ট ইন্ডিজ এর কাছে সেমিফাইনালে হেরে যায়। 2017 তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হেরে গিয়ে ভারত রানার্স টিম হিসাবে থেকে যায়। আর এ বছর 2019 এর বিশ্বকাপে ভারত সেমিফাইনালে আটকে যায় নিউজিল্যান্ডের কাছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, সৌরভ গাঙ্গুলী যখন অধিনায়ক ছিলেন, ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে গিয়েছিল। এবার আবার প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দায়িত্ব নেবার পর মনে করা হচ্ছে, তিনি আবার একইভাবে মাঠের বাইরে থেকে ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দেবার চেষ্টা করবেন।

তবে ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলীর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার মধ্যে কেউ কেউ রাজনৈতিক যোগ দেখছেন। তবে এ প্রসঙ্গ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন স্বয়ং বাংলার মহারাজ তথা সৌরভ গাঙ্গুলী। আপাতত ক্রিকেটপাগল জনগণ মুখিয়ে আছে ক্রিকেটজগতে প্রেসিডেন্ট সৌরভের ‘বাপি বাড়ি যা’ দেখার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!