এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও লাফিয়ে বাড়ছে বিজেপির সদস্য সংখ্যা! বাংলা নিয়ে খুশি গেরুয়া শিবির

সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও লাফিয়ে বাড়ছে বিজেপির সদস্য সংখ্যা! বাংলা নিয়ে খুশি গেরুয়া শিবির


 

বরাবরই উত্তরবঙ্গের মধ্যে কংগ্রেসিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল মালদা জেলা। পরবর্তীতে রাজ্যের শাসকদলের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর তৃণমূল এখানে দাগ কাটার চেষ্টা করে। কিন্তু সেই ভাবে তারা সাফল্য পায়নি। তবে আশ্চর্যজনকভাবে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সেই সংখ্যালঘু প্রবণ এলাকা বলে পরিচিত মালদহে বিজেপির উত্থান সকলকে হতবাক করে দিয়েছে।

আর এবার মালদায় সাফল্য পাওয়ার পর বিজেপির সদস্য সংখ্যা মালদহ জেলায় 6 লক্ষের মত ছাড়িয়ে যাওয়ায় প্রবল গুঞ্জন সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু প্রবণ মালদা জেলায় বিজেপির এত সদস্য সংখ্যা কিভাবে বৃদ্ধি হল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বস্তুত, যখন বিজেপি হিন্দুত্ববাদী দল বলে পরিচিত সকলের কাছে, ঠিক তখনই সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপির বাড়বাড়ন্তকে মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো।

প্রসঙ্গত, 2016-17 সালে বিজেপির তরফে এখানে সদস্য সংগ্রহ অভিযানে নামার হলে তখন মোট সদস্য সংখ্যা হয়েছিল 1 লক্ষ 65 হাজার। তবে এবার ফের তিন বছরের জন্য সদস্যসংখ্যা চালানো হলে মালদা জেলায় সেই বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় 6 লক্ষ 22 হাজারে। আর জেলায় বিজেপির এই উত্থান অন্যান্য রাজনৈতিক দলকে আগামী বিধানসভা নির্বাচনের আগে যে তীব্র বিপাকে ফেলতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরের একাংশের আশা, জেলায় তাদের এই সদস্য সংগ্রহ বৃদ্ধি থেকেই স্পষ্ট যে, মানুষ তাদের দিকে আরও বেশি করে আসতে শুরু করেছেন। তাই 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা যেমন এখানে ভালো ফল করবে, ঠিক তেমনই আগামী পৌরসভা নির্বাচনেও এই জেলার দুই পৌরসভা দখলে রাখা সক্ষম হবে বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদহে তাদের এত পরিমাণে সদস্য কিভাবে হল! কিভাবে তাদের এই সাফল্য এল?

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “প্রতি 3 বছর অন্তর আমাদের দলের সাংগঠনিক পদে রদবদল হয়। মেসেজ বা মিসড কলের মাধ্যমে অন্তত 100 জনকে দলের সদস্য হতে উদ্বুদ্ধ করলে আমরা তাকে সক্রিয় সদস্য হিসেবে বিবেচিত করি। আমরা নজরদারির মাধ্যমে সক্রিয় সদস্যদের কাজকর্ম খতিয়ে দেখি। দিনকে দিন মালদহে আয়তনে বাড়ছে পদ্ম শিবির। প্রচুর মানুষ বিজেপিতে নাম লিখিয়েছেন। আগামী দিনে বিধানসভা ভোটে আশাতীত ফল হবে। মানুষ অন্য দলগুলোকে সুযোগ দিয়ে কিছু পায়নি। তাই জেলাবাসীর একটা বড় অংশ এখন বিজেপিকে চাইছেন। সংখ্যালঘুদের একটা অংশও আমাদের সমর্থন করছেন।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তৃণমূল বহু চেষ্টা করেও মালদহের দাঁত ফোটাতে পারেনি। এবারের লোকসভা নির্বাচনে একটি আসনেও তারা জয়লাভ করেনি। তাই সেদিক থেকে তৃণমূলের সম্পদ বলে পরিচিত সংখ্যালঘুদের ভোট ব্যাংক বিজেপির দিকে চলে যেতে পারে বলে মনে করছেন একাংশ।

কেননা যেভাবে মালদহ জেলায় বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাতে সংখ্যালঘুদের যে বিজেপির প্রতি আগ্রহ বেড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত অনেকেই। তাই এখন সদস্য সংখ্যা বিজেপির যতটা বৃদ্ধি পেয়েছে, ততটা বিজেপি মালদহে সাফল্য পায় কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!