এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > সুখবর – অবশেষে এলডিসি পদে নিয়োগের জন্য বেড়তে চলেছে চূড়ান্ত মেধাতালিকা

সুখবর – অবশেষে এলডিসি পদে নিয়োগের জন্য বেড়তে চলেছে চূড়ান্ত মেধাতালিকা

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ ১৪ ই মে  সোমবার রাজ্যে সরকারি দফতরের কেরানি নিয়োগের লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জানা গেছে ঐদিন দুপুরের পর  কমিশনের ওয়েবসাইট www.pscwbapplication.in

সমস্ত কিছু তথ্য এবং মেধা তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য বহু বছর পর রাজ্য স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ২০১৬ সালে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পদে এই পরীক্ষার আয়োজন করেছিলো। দীর্ঘ সময় অপেক্ষার পরে পিএসসি’কে এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে এলডিসি’র ১২৫০টি শূন্যপদের জন্য ২৩৯০ জন সফল প্রার্থীকে ডাকা হবে। আরও জানা গেছে  এই সাংবিধানিক সংস্থা পিএসসি আগামী ২১ মে থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের নথি পরীক্ষা কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু করবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ নেওয়া হয় না। পিএসসি মেধা তালিকায় থাকা প্রার্থীদের যাবতীয় নথি পরীক্ষার পরই সংশ্লিষ্টদের প্যানেল তৈরি করে তাদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার জন্য রাজ্য সরকারকে সুপারিশ করবে। এই প্রসঙ্গে পিএসএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “রাজ্য সরকার এলডিসি সহ কয়েকটি পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশের দায়িত্ব আমাদের দিয়েছিল। আমরা পঞ্চায়েত ভোট পর্বের মধ্যে তা প্রকাশের লক্ষ্যে কাজ করছিলাম। ইতিমধ্যেই কৃষি প্রযুক্তি সহায়ক, মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এবার ক্লার্ক পদে নিয়োগের জন্য সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছি। “

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!