এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক সুবিধার্থে একগুচ্ছ নিয়মের অদলবদল

এবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক সুবিধার্থে একগুচ্ছ নিয়মের অদলবদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করে। যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে এবার থেকে স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের গুনতে হবে অতিরিক্ত জরিমানা তবে এই নিয়ে সমালোচনার পাশাপাশি গ্রাহকদের সাহায্যার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। এতদিন পর্যন্ত যে পরিমাণ টাকা স্টেট ব্যাংক থেকে নগদে তোলা যেত, তার নিয়মের হেরফের হয়েছে। দেশের বৃহত্তম ব্যাংক ঘোষণা করেছে, অস্থায়ীভাবে এবার থেকে নগদে টাকা তোলার ব্যাপারে সর্বোচ্চ সীমার বৃদ্ধি ঘটেছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ব্যাংকের যে কোন শাখা থেকে এবার টাকা তুলতে পারবেন। চেকের মাধ্যমেও টাকা তোলা যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত গ্রাহক তুলতে পারবেন, যা আগে ছিল 50000 টাকা। সেইসঙ্গে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা আগে উইথড্রল ফর্মের মাধ্যমে সর্বোচ্চ 5000 টাকা তুলতে পারতেন, কিন্তু বর্তমানে তা বাড়ানো হয়েছে 25 হাজার টাকা। এই নিয়ম যেকোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার প্রযোজ্য। স্টেট ব্যাংকের ক্ষেত্রে কোন তৃতীয় পক্ষ নগদ টাকা তুলতে পারতেন না এতদিন। কিন্তু এবার থেকে চেকের মাধ্যমে প্রতি মাসে 50 হাজার টাকা পর্যন্ত তৃতীয় ব্যক্তি এসবিআই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অর্থাৎ নগদ টাকা তোলার সংশোধিত নিয়ম করা হলেও তা নন হোম শাখায় 2021 এর সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেখা গেছে, লকডাউন এবং করোনার জন্য সাধারণ মানুষ হাতে নগদ টাকা বেশি রাখছে বর্তমানে। যথারীতি এই নগদ টাকার সার্কুলেশন অনেক বেশি হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ক্যাশলেস ইন্ডিয়া তৈরি করা। কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভবপর হয়নি। গত এক দশকে জিডিপির হার সবথেকে কমে দাঁড়ায় 2016-17 সালে নোট বাতিলের জেরে। যে রেট কিন্তু পুনরায় বাড়তে থাকে। ফলে নগদে প্রচলনের পরিমাণ 2017-18 সাল থেকে বাড়তে থাকে।

অবশ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু গ্রাহকদের জন্য ক্যাশলেস পরিস্থিতি যাতে বেশি পরিমাণে তৈরি হয়, তার জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ ব্যাংকের ওপর পুরোপুরি আর ভরসা করতে পারছেন না। এর অন্যতম কারণ হলো সুদের পরিমাণ হ্রাস পাওয়া। পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে হাতে নগদ টাকা থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমার যে বৃদ্ধি ঘটালো তা যথেষ্ট প্রশংসনীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!