এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন বিধায়ক, বিপদে পাশে থাকার আশ্বাস!

শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন বিধায়ক, বিপদে পাশে থাকার আশ্বাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বিজেপি এবার রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা তাদের পূরণ হয়নি। তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 77 টি আসন দখল করে রাজ্যে বিরোধী দলের জায়গা দখল করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বিজেপি ক্ষমতা দখল করতে না পারার পরেই দলের অনেক নেতা, কর্মীরা নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস হওয়ার কারণে সেভাবে বিজেপির অনেক নেতা-কর্মীকে ময়দানে বের হতে দেখা যাচ্ছে না।

অনেকেই আবার তৃণমূল থেকে ভোটের আগে বিজেপিতে যোগদান করলে এখন আবার তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে শুরু করেছেন। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রমী হিসেবেই দেখা গেল সদ্য জয়লাভ করা ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৌশিক রায়কে। যেখানে দলের হয়ে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে কার্যত নজির গড়লেন বিজেপির এই জনপ্রতিনিধি। যে ঘটনাকে স্বাগত জানাচ্ছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। আর সেই অভিযানে অংশ নিয়ে শহীদ হতে হয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গাজলডোবা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী উলেন রায়কে। পরবর্তীতে সেই শহীদ পরিবারের পাশে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিধানসভা নির্বাচনের পর সেভাবে বিজেপির কোনো নেতাকর্মী এই শহীদ পরিবারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। কিন্তু ভোটে জয়লাভের পর এবার সেই শহীদ কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে। যে ঘটনায় অত্যন্ত খুশি শহীদ বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা।

জানা গেছে, মঙ্গলবার সকালে শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে পৌঁছে যান বিজেপি বিধায়ক কৌশিক রায়। যেখানে তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেন এই বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, মাসে মাসে তাদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দেন তিনি।

একাংশ বলছেন, বিজেপি ক্ষমতা দখল করতে না পারার কারণে অনেক নেতা-কর্মীরা এখন বসে পড়তে শুরু করেছেন‌। তৃণমূলের হামলার জেরে অনেকেই ভয়ে রয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে গুটিয়ে না গিয়ে দলের দুর্দিনে প্রাণ যাওয়া কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে কার্যত নজির গড়লেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। শহীদ হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের পাশে থেকে সকলকে আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!