এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কৃষক আন্দোলনের নেতারা দিলেন এবার নতুন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরকে

কৃষক আন্দোলনের নেতারা দিলেন এবার নতুন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লীর কৃষক আন্দোলন কিন্তু এখনও অব্যাহত। দীর্ঘ সময় ধরে কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে একনাগাড়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। সেই প্রতিবাদের প্রায় ছয় মাস পূর্ণ হল। গত বছর থেকে এই প্রতিবাদ শুরু হয়েছিল দিল্লির রাস্তায়। শুধু দিল্লিতে নয়, কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রায় গোটা দেশজুড়ে। দিল্লি সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা বর্তমানে স্থায়ী পরিকাঠামো গড়ে তুলেছেন নিজেদের জন্য রাজপথেই। সমস্ত রকমের ব্যবস্থাপনা তাঁদের তৈরি রয়েছে। শীতের দিনে যেমন গরমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ঠিক সেরকমই গরমের সময়ে তাঁদের এসির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস তাঁদের কাছে মজুদ আছে বলেও জানা যাচ্ছে।

3 কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এমনকি রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতেও আন্দোলনরত কৃষকরা যথেষ্ট সাড়া ফেলছেন। সম্প্রতি মিটেছে বাংলা বিধানসভা নির্বাচন। কিন্তু সেখানেও কৃষকদের দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রচার করতে। আর এবার আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের আন্দোলন তাঁরা বাংলায় দেখিয়েছে। এরপর তাঁদের লক্ষ্য পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য। এমনকি তাঁরা চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, বাংলাতে যেভাবে বিজেপিকে হারানো হয়েছে, ঠিক সেভাবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও কৃষকরা নিজেদের আন্দোলন ছড়িয়ে দিয়ে উক্ত রাজ্যগুলিকে বিজেপি মুক্ত করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে করোনা পরিস্থিতিতে যেভাবে কৃষকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। যেভাবে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সুপারস্প্রেডার হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু কৃষকদের পক্ষ থেকে এই আশঙ্কা সম্পূর্ণরূপে খারিজ করা হয়েছে। আন্দোলনরত কৃষকদের দাবী, তাঁরা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাদ্যবস্তুর যোগান দিয়ে।

সরকার তাঁদের জন্য করোনা সাবধানতা অবলম্বনের জন্য মাস্ক, স্যানিটাইজার বা ওষুধ দেয়নি। এবং সে কারণেই সরকার পুরোপুরি ব্যর্থ বলে দাবি করছেন কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতারা। সামনে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিন্তু সব রকমের পরিকল্পনা তৈরি হচ্ছে। তার মধ্যেই যেভাবে কৃষক সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হল বিজেপি মুক্ত রাজ্য গড়ার, তা কিন্তু গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!