এখন পড়ছেন
হোম > জাতীয় > ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী জেনে নিন বিস্তারিত

ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির উদ্বেগ বাড়িয়ে হঠাৎ করে ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত। ৪ মাস আগে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কিন্তু, এবার উত্তরাখণ্ডের রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন যে, যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেসময় তিনি বিধায়ক ছিলেন না। সংবিধানের বিধান অনুযায়ী, ৬ মাসের মধ্যে তাঁকে বিধান সভা বা বিধান পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে। ৪ মাস ইতিমধ্যেই চলে গেছে, এখনো উপনির্বাচন করা হয়নি। আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। এ কারণে এখন উপনির্বাচন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এ কারণে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন তীর্থ সিং রাওয়াত।

তবে, রাজনৈতিক মহলের দাবি, দলের অন্দরে বারবার বিরোধিতার মুখে পড়েছিলেন তীর্থ সিং রাওয়াত। এ কারণেও হয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। দলের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। আজ দলের বৈঠকে নতুন করে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হতে পারে। গত বুধবার দিল্লিতে তাঁকে তলব করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরপরই তাঁর পদত্যাগের জল্পনা চলছিল। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এরপর তিনি জানিয়েছিলেন, উপ নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে চলবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরাখণ্ডে, আগামী বছরের শুরুতেই ভোট থাকার কারণে কয়েক মাসের জন্য সেখানে উপ নির্বাচন করার সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। আবার, করোনা সংক্রমনের মধ্যে নির্বাচন করাবার জন্য, নির্বাচন কমিশনকে বারবার অভিযোগের মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় উত্তরাখণ্ডে উপ নির্বাচন করার সম্ভাবনা যথেষ্টই কম। আবার, মেয়াদ ফুরিয়ে আসা বিধানসভার জন্য সাধারণত উপনির্বাচন করানো হয় না। প্রসঙ্গত, গত ১০ ই মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তীর্থ সিং রাওয়াত। ১০ ই সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে, মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!