এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালতের রায়ে চটে লাল জ্যোতিপ্রিয় মল্লিক! প্রতিবাদ জানাতে এবার নিতে চলেছেন এই অভিনব পদক্ষেপ

আদালতের রায়ে চটে লাল জ্যোতিপ্রিয় মল্লিক! প্রতিবাদ জানাতে এবার নিতে চলেছেন এই অভিনব পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্ট নজিরবিহীন রায় দিয়েছেন। নানা টালবাহানার পর এবছর দুর্গাপূজা হচ্ছে। কিন্তু উৎসবের শেষে করোনার বহুমুখী সংক্রমণ যে বেড়ে উঠবে তা বলে আগেভাগেই সাবধান করেছেন চিকিৎসকরা। এই অবস্থায় রাজ্যের বাম শিবিরের পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্টে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কড়া বিধিনিষেধ আরোপ করেন দুর্গাপুজোর ক্ষেত্রে। আর তাই নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

যদিও তিনি আদালতের রায় নিয়ে বিশেষ কোনো কথা বলেননি। কিন্তু নীরব প্রতিবাদ জানাতে তিনি এ বছর পুষ্পাঞ্জলী দেবেন না বলে জানিয়েছেন। বুধবার হাবরায় একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন এবং সেখানেই তিনি জানিয়েছেন, দূর থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার কোন মানে হয়না। তাই তিনি এ বছর পুষ্পাঞ্জলী দেবেন না। একথা বলতে গিয়ে তিনি নিজের অধিকার খর্ব হওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি বামেদের তীব্র আক্রমণ করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এদিন হাবরার কলতান সভাগৃহ ও দেশবন্ধু পার্ক দুঃস্থ শিশু ও মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি আদালতের রায়কে মান্যতা দিয়ে রাজ্যের বাম শিবিরের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব বন্ধ করে দেওয়ার জন্যই পদক্ষেপ নিতে গিয়েছিল বাম শিবির। তিনি অধিকার কেড়ে নেবার কথা বলেছেন। একই সাথে তিনি জানিয়েছেন, এ বছর তিনি পুষ্পাঞ্জলী দেবেন না। পাশাপাশি বামেদের বিরুদ্ধে যে বাংলার মানুষ এবার জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, সে কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর দূর্গাপূজা উপলক্ষ্যে রাজ্যের ক্লাবগুলিকে অর্থ সাহায্য নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরার মতন বিজেপি শাসিত রাজ্যে দুর্গাপূজা হচ্ছে না বলে তিনি তীব্র কটাক্ষ করেন।

রাজ্যে পূজো উপলক্ষে প্রথম দুদিন রাস্তায় মানুষের ঢল নামে, যা দেখে চমকে গিয়েছিল ঘরবন্দী রাজ্যবাসী। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট রায় দেন মণ্ডপে প্রবেশ করা যাবেনা দর্শনার্থীদের। এক্ষেত্রে করোনাবিধি মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। এবং হাইকোর্টের এই রায়কে রাজ্যের সর্বক্ষেত্রে স্বাগত জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেভাবে বাম শিবিরকে আক্রমণ করেছেন তাতে কিন্তু ঠারেঠোরে তিনি কলকাতা হাইকোর্টের রায়কেই প্রশ্নের মুখে ফেলেছেন। তবে তার প্রতিবাদী সিদ্ধান্ত নিয়ে অবশ্য শাসক দলের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!