এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘূর্ণিঝড়ের জেরে কি এবার বাতিল হয়ে যেতে চলেছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন? বাড়ছে জল্পনা

ঘূর্ণিঝড়ের জেরে কি এবার বাতিল হয়ে যেতে চলেছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন? বাড়ছে জল্পনা


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরী হয়েছে এক গভীর ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণঝড়টি সর্বশক্তি নিয়ে আছরে পড়বে উপকূলবর্তী অঞ্চলগুলোতে এমনই জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। এদিকে লকডাউনের জেরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সবে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল বেশ কয়েকটি ট্রেন।

এইরকম পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের প্রভাব এড়াতে ওড়িশার তরফে শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে ১৮ তারিখ থেকে পরবর্তী ৩ দিন পর্যন্ত উপকূলবর্তী এলাকা গুলির ট্রেন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে ওড়িশা সরকারের তরফে। ঘূর্ণিঝড়ের প্রকোপ এড়াতে ইতিমধ্যেই ওড়িশা সরকার জাতীয় মোকাবিলা বাহিনী, দমকল, বিকল্প জল সরবরাহ ব্যবস্থা প্রস্তুত রাখার কাজ শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওড়িশার ত্রাণ কমিশনার পি কে জানা এদিন জানিয়েছেন জেলা প্রশাসন, সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করেই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সাবধানতা অবলম্বনের সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এমনটাই জানা গেছে সূত্র মারফত। অন্যদিকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের উদ্দেশ্যে ওড়িশার মুখ্য সচিব ১৮ তারিখ সহ পরবর্তী ৩ দিন শ্রমিক স্পেশাল ট্রেন বাতিলের আর্জি জানান বলে সূত্রের খবর।

জানা গেছে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, জাজপুর এবং গঞ্জাম এলাকার ওপর ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়ার আশঙ্কা বেশি আছে, ওড়িশার ত্রাণ কমিশনার পি কে জানা এদিন এমনটাই জানিয়েছেন। আর ওড়িশা সরকারের এই সিদ্ধান্তের পরে জল্পনা বাড়ছে – তাহলে কি ঘূর্ণিঝড়ের কারণে এবার শ্রমিকদের ঘরে ফেরানোর পালা কয়েকদিনের জন্য স্থগিত হয়ে যাবে? যদিও রেলমন্ত্রকের তরফে এখনও এই নিয়ে কোনো সরকারি ঘোষণা সামনে আসে নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!