এখন পড়ছেন
হোম > জাতীয় > ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের নিয়ে বড়সড় খবর স্বস্তির খবর শোনালো কেন্দ্র, জেনে নিন

ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের নিয়ে বড়সড় খবর স্বস্তির খবর শোনালো কেন্দ্র, জেনে নিন


লকডাউনে ফলে বিভিন্ন রাজ্যে ভিনরাজ্যের বহু মানুষ আটকে রয়েছেন। পড়াশোনা, ডাক্তার দেখানো কিংবা ঠিকাশ্রমিক হিসেবে কাজ করতে,আবার ঘুরতে গিয়েও আটকে পড়েছেন অনেকে। লকডাউনের ফলে বড়সড় সমস্যায় পড়েছেন তাঁরা। পকেটেও টান থেকে শুরু করে অনিশ্চিত আশঙ্কা গ্রাস করেছে তাদের। এবার তাদের জন্য স্বস্তির খবর শোনালো রেল।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুন্যসলীলা শ্রীবাস্তব জানিয়েছেন যে, ভিনরাজ্যে আটকে থাকা সকলকে ফেরাতে ট্রেন চালাবে ভারতীয় রেল। তবে সাধারণের জন্য কোনো ব্যাবস্থা থাকছে না , শুধুমাত্র শ্রমিক, পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রী, চিকিত্‍সা করতে গিয়ে আটকে পড়া মানুষজনকে ফেরানোর উদ্দেশ্যেই ট্রেন চালাবে রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, লকডাউন চলাকালীন এরকম ‘পয়েন্ট টু পয়েন্ট’ একাধিক ট্রেন চালাবে ভারতীয় রেল। তবে কবে কোথা থেকে কোথায় অবধি আসবে ট্রেন, কারা তাতে ফিরবেন তা ঠিক করতে রেল ও রাজ্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে। তাঁরা আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিচালনা করবেন। এবং তাদের সিদ্ধান্তের উপর ভর করেই চলবে রেল।

তবে এর জন্য বেশকিছু শর্ত রাখা হয়েছে।
ট্রেনগুলিতে যাঁরা ফিরবেন তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোর ভাবে পর্যবেক্ষণ করা হবে।

যে রাজ্য থেকে পাঠানো হচ্ছে সেখানে যাত্রীদের বাধ্যতামূলক শারীরিক পরীক্ষা করতে হবে আর একমাত্র করোনা উপসর্গহীন হলেই ফেরানো হবে।

রাজ্যকেই সড়কপথে ওই যাত্রীদের নির্দিষ্ট রেলস্টেশনে পৌঁছে দিতে হবে। তারজন্য সামাজিক দূরত্ত্ব, বাস স্যানিটাইজ এইগুলো ঠিক ভাবে পালন করতে হবে।

আগত যাত্রীদের সুরক্ষার জন্য মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

রাজ্যকেই স্টেশন পর্যন্ত ওই যাত্রীদের খাবার, জলের ব্যবস্থা করতে হবে ।

ট্রেনে উঠলে তাদের দ্বায়িত্ব নেবে রেল।

নির্দিষ্ট রাজ্যে পৌঁছে যাওয়ার পর সেই রাজ্যকেই ওই যাত্রীদের দায়িত্ব নিয়ে তাদের বাড়ি পৌঁছাতে হবে।

খুব শীঘ্রই কী ভাবে টিকিট কাটতে হবে, কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কবে, কখন ট্রেন ছাড়বে এসবের পুঙ্খানুপুঙ্খ তালিকা দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!