এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২০২১-এ বাংলায় ১৭০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি? করোনা আবহে ভাইরাল হল সমীক্ষা!

২০২১-এ বাংলায় ১৭০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি? করোনা আবহে ভাইরাল হল সমীক্ষা!

করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে বাঙাল কার্যত গৃহবন্দী। যেহেতু করোনার এখনও কোনো প্রতিষেধক বের হয় নি – তাই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আপাতত স্বেচ্ছায় গৃহবন্দী ও সামাজিক দূরত্ব রক্ষা করাই এক মাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ যখন প্রথম বাংলায় আসে – তখন সকল রাজনৈতিক দলকেই রাজনীতি ভুলে এক ছাতার তলায় আসতে দেখা গিয়েছিল।

মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরাই জানিয়েছিলেন – এই কঠিন পরিস্থিতিতে রাজনীতি ভুলে একযোগে কাজ করা হবে। কিন্তু যতই দিন গড়িয়েছে, ততই পাল্টেছে চিত্রটা। একদিকে বিজেপি সহ সমস্ত বিরোধী দলের একাধিক বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। করোনা তথা লকডাউনের জন্য অফিস কাছারি, দোকানপাট সমস্ত কিছুই বন্ধ থাকার ফলে মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতেও বাংলার রাজনীতি স্বমহিমায় প্রতীয়মান!

আর এই লকডাউনের বাজারেও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে একটি সমীক্ষা। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা সেই সমীক্ষায় দাবী করা হয়েছে – আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনে অন্তত ১৭০ টি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বাংলার একটি সংবাদমাধ্যম (প্রিয় বন্ধু মিডিয়া নয়, অন্য একটি সংবাদমাধ্যম) ওই সমীক্ষাটি করেছে এবং তাদের দাবি – যেহেতু তারা ছোট সংস্থা, তাই তাদের এই সমীক্ষা দেখে অনেকেই হাসবেন, এটা তারা জানে। কিন্তু, ছোট সংস্থা হওয়ায় বিগত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর, ব্যারাকপুর ও বিষ্ণুপুর – এই ৩ টি কেন্দ্রে সমীক্ষা চালিয়ে জানিয়েছিল সেখানে বিজেপি জয়ী হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই সংবাদ সংস্থার দাবী – তখনও অনেকেই হেসেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেছে তাদের সমীক্ষা হুবহু মিলে গেছে। আর তাই, এখন তাদের করা এই সমীক্ষা দেখেও হয়ত অনেকে হাসবেন – কিন্তু তারা তাদের করা এই সমীক্ষা নিয়ে বিশেষ আশাবাদী। এদিকে বিজেপি ১৭০ টি আসন পাবে বলে ওই সমীক্ষায় দাবি করা হলেও – আসন ভিত্তিক কোনো সমীক্ষা ওই সংস্থার তরফে প্রকাশ করা হয় নি। এমনকি রাজ্যের বাকি ১২৪ টি আসনের মধ্যে কোন দল কত পেতে পারে তাও জানানো হয় নি।

এই নিয়ে আমরা আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললে তাঁরা জানিয়েছেন – সংশ্লিষ্ট সমীক্ষাটি গত জানুয়ারি মাসের শেষের দিকে প্রকাশিত। সেটি এখন কেন এতদিন পরে ভাইরাল হয়েছে সেটা জানা নেই। কিন্তু জানুয়ারি মাসের পর মূলত দুটি ঘটনা ঘটে গেছে। এক – সিএএ ও এনআরসি নিয়ে আন্দোলন ও দুই – করোনা পরিস্থিতি। আগামী বিধানসভা নির্বাচনে এই দুই ফ্যাক্টর বড়সড় ভূমিকা নেবে।

আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, তাছাড়াও, সব ঠিক থাকলে নির্বাচন হবে আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ। অর্থাৎ, এখনও ১ বছর বাকি নির্বাচনের – তাই এই সময়ে রাজনীতির ময়দানে অনেক জল গড়াবে, অনেক পরিস্থিতির বদল হবে। ফলে এখনই কোন দল ক্ষমতায় আসতে পারে বা ঠিক কত আসন পেতে তা সঠিক ভাবে বলার জায়গা নেই। একটা ট্রেন্ড পাওয়া যেতে পারে – কিন্তু সঠিক সংখ্যার কাছাকাছি সমীক্ষা প্রকাশ করতে সমীক্ষক দলগুলোর এখনও অন্তত ৬-৮ মাস সময় লাগতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!