এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking জানকীনাথ মন্দিরে শেষ যজ্ঞ, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে শুভেন্দু!

Big Breaking জানকীনাথ মন্দিরে শেষ যজ্ঞ, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাড্ডাহাড্ডি লড়াই নন্দীগ্রামে। একসময়কার নেত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে তাকে। ইতিমধ্যেই তিনি হুংকার দিয়ে রেখেছেন, নন্দীগ্রামের মাটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। তবে সেই লড়াই যে খুব একটা সহজ নয়, তা জানে দুই পক্ষই।

আর এই পরিস্থিতিতে বুধবার তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিভিন্ন মন্দিরে পুজো দিতে শুরু করেছেন তিনি। প্রথমে সিংহবাহিনী মন্দিরের পর এবার জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করতে দেখা গেল নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে।

প্রসঙ্গত, আজ সকাল সকাল বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। প্রথমে সিংহবাহিনী মন্দির পূজা দেন তিনি। তার পরেই সেখান থেকে তিনি চলে আসেন জানকীনাথ মন্দিরে। ইতিমধ্যেই সেখানে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর যজ্ঞ শেষ করে এবার তিনি রওনা দিচ্ছেন হলদিয়ার উদ্দেশ্যে। যেখানে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা করবেন এই বিজেপি প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই আজ নন্দীগ্রামের ভূমিপুত্র তথা বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা প্রবণ হয়ে উঠতে শুরু করেছে নন্দীগ্রাম বিধানসভা এলাকা। প্রতিবার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার তিনি বিজেপি প্রার্থী। স্বাভাবিকভাবেই পরিস্থিতি অনেকটাই আলাদা। তবে পরিস্থিতি ভিন্ন হলেও প্রতিবারের মত এবারেও পুজো, যজ্ঞানুষ্ঠান করে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!