এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রীর তোপের মুখে বিজেপির হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী!

মমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রীর তোপের মুখে বিজেপির হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী!


প্রায় অনেকদিন থেকেই বিজেপির বিরুদ্ধে বিক্ষুব্ধ নেতা হিসেবেই পরিচিত তিনি। নানা বিষয়ে মত প্রদান করে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তবে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে যখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ করছে বিজেপি, ঠিক তখনই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি। যার পরিপ্রেক্ষিতে এবার সেই যশবন্ত সিনহাকে কড়া ভাষায় আক্রমণ করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, এদিন একটি টুইট করে যশোবন্ত সিনহা লিখেছেন, “এই সংকটের সময় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করা হচ্ছে, তা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। কেন্দ্র সরকার, বিজেপি এবং রাজ্যপাল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করছে, তা নিন্দনীয়।” আর যশবন্ত সিনহা যখন কেন্দ্র, রাজ্যপাল এবং বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্য কটাক্ষ করছে, তখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। যার পাল্টা বাবুল সুপ্রিয় ট্যুইট করে সেই যশবন্ত সিনহাকে কটাক্ষ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বাবুল সুপ্রিয় লেখেন, “আপনি যাদের বিরুদ্ধে লিখছেন, তাদের ব্যাপারে আপনার ব্যক্তিগত রাগ হয়েছে মানছি। কিন্তু আপনি বাংলায় এসে একবার অন্তত দেখে যান বাস্তবে এখানে পরিস্থিতি কি! রাজি থাকলে আমি আপনাকে ঘুরিয়ে দেখাব।”

আর যশবন্ত সিনহাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় আরও লেখেন, বাংলার বিজেপি কর্মীদের ওপর আপনার বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত দুষ্কৃতীরা যখন প্রায় আক্রমণ করে, তখন তো কই আপনাকে কোনো কথা বলতে শুনি না! অথচ আপনি যে এখানে পৌঁছেছেন, তাতে বিজেপির সমস্ত কর্মীরই অবদান রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় নানা পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কোণঠাসা করা হচ্ছে। কিন্তু এমতাবস্থায় যেভাবে বিজেপির বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত তথা প্রাক্তন মন্ত্রী যশোবন্ত সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন, তাতে অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক বঙ্গ বিজেপির।

আর তাই সেই অস্বস্তি ঢাকতে এবার যশবন্ত সিনহার মতো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে কটাক্ষ করে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!