এখন পড়ছেন
হোম > অন্যান্য > পাবজি প্রেমীদের দুঃখ ভোলাতে অক্ষয় কুমার নিয়ে আসছেন ফৌজি! লভ্যাংশের বড় অংশ যাবে ট্রাস্টে!

পাবজি প্রেমীদের দুঃখ ভোলাতে অক্ষয় কুমার নিয়ে আসছেন ফৌজি! লভ্যাংশের বড় অংশ যাবে ট্রাস্টে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-চীন তিক্ততা বাড়বে আবারো সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে বেশকিছু অ্যাপ, যার মধ্যে উঠে এসেছে পাবজি নামক একটি জনপ্রিয় গেমিং অ্যাপের কথা। পাবজি কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে প্লেয়ারস্ আননোন ব্যাটেল গ্রাউন্ড। অর্থাৎ নাম দেখেই বোঝা যাচ্ছে যে কোন একটা অপরিচিত অচেনা জায়গায় বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম সহকারে শত্রুকে হারিয়ে নিজের বেঁচে থাকাটাই এই গেমের বিষয়বস্তু। তবে বর্তমানে এই গেমের সারাবিশ্বব্যাপী কুড়ি মিলিয়ন ব্যবহারকারী থাকলেও ভারতবর্ষে তা ব্যান করে দিয়েছে মোদি সরকার। আর এরপর এই গেমটির ব্যবহারকারীদের মধ্যে তুমুল জল্পনা বিতর্ক শুরু হয়েছে।

তবে সেই আঘাতের মলম লাগাতে সম্প্রতি অক্ষয় কুমার নিয়ে এসেছেন একটি নতুন গেম যার নাম ফৌ-জি। এদিন গেমটির কথা ঘোষণা করে অক্ষয় কুমার টুইট করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভরতার অভিযানকে তিনি সমর্থন করে গর্ব অনুভব করছেন। সেই সঙ্গে নির্ভীক আর ঐক্যবদ্ধ প্রহরীদের অর্থাৎ দেশের সৈন্যদের আঙ্গিকে FAU-G অ্যাকশন গেমটি আনছেন। বিনোদনের পাশাপাশি খেলোয়াড়রা আমাদেরে সেনার আত্মবলিদান সম্পর্কেও জানতে পারবেন। শুধু তাই নয়, গেম থেকে আসা লাভের টাকার ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে বলে তিনি জানান। তাঁর মতে দেশের সৈনিকরা দেশের জন্য যে ত্যাগ করেন, বাস্তব জীবনের সৈনিকদের সেই সংগ্রামের কাহিনী তুলে ধরবে এই মাল্টিপ্লেয়ার অ্যাকশান গেমটি। যার মধ্যে ভারতীয় স্বাদও থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। এরপর চিনের তরফ থেকে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানানো হয়নি। আর তারপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সেনা ও প্রশাসনিক স্তরে অনেকবার আলোচনা চলছে। দুপক্ষই নিজেদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় রাখতে রাজি হয়ে সম্মতি জানিয়েছিল। এর প্রতিবাদ স্বরূপ সারা দেশে সেই সময় মোদি সরকার চিনা অ্যাপের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক ডাকেন। সেই সঙ্গে ব্যান করা হয় প্রচুর চিনা অ্যাপ।

কিন্তু এর মাঝেই পূর্ব লাদাখ সীমান্তে চিন ক্রমাগত সামরিক নির্মাণ ও সেনা মোতায়েন করছে বলে বারবার খবর পাওয়া যায়।সেনা সূত্রে জানা যায় প্যাঙ্গং লেকের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল চিনা সৈন্য। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও চলাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার লেকের দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনের ওই সৈন্যবাহিনী। এরপর সামরিক স্তরে বারবার আলোচনা হলেও চীন নিজের স্বভাব থেকে না বেরোলে শেষমেশ সরকারি ভাবে ব্যান করা হয় আরও অনেক অ্যাপ। আর তার মধ্যেই পড়ে pubg নামক গেমিং অ্যাপটি। ব্যান হওয়ার পর সেটি ব্যবহারকারীদের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তবে এবার এই নতুন দেশীয় অ্যাপটি সেই অ্যাপের ঘাটতি অনেকটাই মেটাতে পারবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!