এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ময়দানে নেমে পড়েছে বিজেপি! বিধানসভায় বাজিমাতে ম্যারাথন বৈঠকের পর মাস্টারপ্ল্যান দিলেন রাজীব

ময়দানে নেমে পড়েছে বিজেপি! বিধানসভায় বাজিমাতে ম্যারাথন বৈঠকের পর মাস্টারপ্ল্যান দিলেন রাজীব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরেই রাজনৈতিক কর্মসূচি বন্ধ। তবে এবার ধীরে ধীরে দলকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই দলীয় স্তরে ভিডিও কনফারেন্সে বৈঠক করে প্রতিটি জেলা নেতৃত্বকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার জেলায় দলের সংগঠনকে চাঙ্গা করতে বৃহস্পতিবার কল্যাণীতে দলীয় বৈঠক করলেন নদীয়া জেলার তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে করোনা ভাইরাসের সময় আর ঘরে বসে থাকলে হবে না বলে দলের নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশ দিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপির তরফে বাংলায় 2021 এ ক্ষমতায় আসতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় দলীয় বৈঠক করছেন দিলীপ ঘোষ‌। সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছে বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ করে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে তৃণমূল যদি ঘরে বসে থাকে, তাহলে বিজেপি অনেকটাই এগিয়ে যাবে। আর তা অনুধাবন করেই এবার নদীয়া জেলায় বৈঠকের মাধ্যমে দলকে চাঙ্গা হওয়ার নির্দেশ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন কল্যাণী ঋত্বিক সদনে তৃণমূলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল বিধায়ক, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পৌরসভার চেয়ারম্যানরা‌। আর সেই বৈঠকে উপস্থিত হয়েই বেশ কিছু নেতাকে ধমক দেন জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এখন থেকে আর বসে থাকা যাবে না বলেও সকলকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, “আপনার কোনো খারাপ কাজের জন্য দল দায়ী থাকবে না। সবার উপরে দল নজর রাখছে। কোথাও কোনো অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনার একার জন্য দল কোনো ক্ষতি সহ্য করবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে যেভাবে ঘাসফুল শিবিরকে অস্বস্তিতে পড়তে হচ্ছে, নদীয়া জেলায় এসে সেই ব্যাপারেও সকলকে সতর্ক করে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সকলকে নিয়ে চলতে হবে। কারো সঙ্গে ঝগড়া করা চলবে না। যোগ্য ব্যক্তিকে মর্যাদা দিতেই হবে।” আর সবশেষে দলের নেতাকর্মীদের মাঠে ময়দানে নামতে বলেন তিনি। রাজীববাবু বলেন, “করোনার জন্য ঘরে বসে থাকলে চলবে না। আগামী দু’মাসের মধ্যে প্রতি বাড়িতে তিনজন করে দলীয় কর্মীকে যেতে হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। একদিকে দলীয় গোষ্ঠী কোন্দল এবং অন্যদিকে বিজেপির প্রভাব ক্রমশ বাড়তে থাকায় এখন চিন্তা বেড়েছে তৃণমূলের। তাই করোনা ভাইরাস থাকা সত্ত্বেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয় স্তরে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করার জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখন জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রীর এই বার্তা কতটা সুষ্ঠভাবে মেনে চলেন তৃণমূলের নেতাকর্মীরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!