এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের, চক্রান্ত দেখছে তৃণমূল!

ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের, চক্রান্ত দেখছে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের সময় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার দিনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এখন তার প্রধান লক্ষ্য করোনা ভাইরাসকে আটকানো। আর সেই মতো করে মন্ত্রিসভা শপথ নেওয়ার দিনেই রীতিমতো বৈঠক করে করোনা ভাইরাস আটকাতে একগুচ্ছ বিধিনিষেধ লাগু করতে দেখা গিয়েছিল তাকে। আর সেই বিধিনিষেধের সুফল যে রাজ্যবাসী পেতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই দ্বিতীয় ঢেউ যে ভয়াবহ আকার ধারণ করেছিল, করোনা ভাইরাসের বিধিনিষেধ থেকে শুরু করে ভ্যাকসিনেশনের ওপর জোর দেওয়ার কারণে তা অনেকটাই নীচের দিকে নামতে শুরু করেছে। তবে এর মাঝেই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ের পর আবার তৃতীয় ঢেউ চলে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই মতো করেই অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গকে একটি চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে করোনা ভাইরাসকে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই চিঠিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বাংলার একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে। সেদিক থেকে বৃহস্পতিবার এই উপনির্বাচন করার দাবি জানিয়ে কমিশনের কাছে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে করোনা ভাইরাস আটকানোর জন্য এই চিঠি দিয়ে বাংলার নির্বাচন আটকে দেওয়ার পরিকল্পনা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি বলেই দাবি ঘাসফুল শিবিরের। অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে করোনা ভাইরাস আটকানোর জন্য রাজ্যকে চিঠি পাঠানোর সাথে সাথেই গোটা বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে অনুভব করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় করোনা বিধি লঙ্ঘিত হচ্ছে। তাই যথাযথভাবে সেখানে নিয়ম পালন করতে নজর দিক প্রশাসন। এমনকি সেই চিঠিতে করোনা টেস্ট থেকে শুরু করে টিকাদান, সমস্ত কিছুর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। আর এখানেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অন্যান্য রাজ্যের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাস আটকাতে অনেকটাই সক্ষম।

খুব অল্প সময়ের মধ্যে যেভাবে বাংলায় করোনা ভাইরাস বিলীন হতে শুরু করেছে, তা কার্যত সারাদেশের কাছে নজির হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে বাড়তি জ্ঞান না দিয়ে বিজেপি বরঞ্চ নিজেদের পরিচালিত রাজ্যগুলোর দিকে নজর দিক‌। পাশাপাশি এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা করে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস চাইছে দ্রুত যাতে নির্বাচন করানো হয়। কিন্তু এই বিষয়টি যাতে পিছিয়ে দেওয়া যায়, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে করোনার বিধি লঙ্ঘিত হচ্ছে বলে বাংলার প্রশাসনকে চিঠি পাঠানো হলো। এটা আসলে বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। স্বভাবতই তৃণমূলের এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের এই চিঠি নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “দিল্লির ডেলি প্যাসেঞ্জারি নেতারা মুখ দেখাতে পারছেন না। অক্সিজেন এবং টিকার যোগান নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে কুৎসায় নেমেছেন। সর্বৈব মিথ্যা অভিযোগ করছেন।” বলা বাহুল্য, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে যেমন চিঠি পাঠানো হয়েছে, ঠিক তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকে আবার আগামী 30 জুলাই পর্যন্ত বিধি-নিষেধের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

অর্থাৎ রাজ্য সরকার যে সর্বতোভাবে করোনা ভাইরাস আটকানোর চেষ্টা করছে, তা কার্যত স্পষ্ট। কিন্তু তার মাঝেই প্রতিটি রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কোনোভাবেই হালকা দিয়ে পরিস্থিতি দেখলে চলবে না, তা জানিয়ে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। আর সেই চিঠি বাংলায় সামনে একাধিক বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে, তাই তা যাতে আটকে দেওয়া যায়, তার জন্যই বিজেপির সূক্ষ্ম পরিকল্পনা বলে দাবি করছে ঘাসফুল শিবিরের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!