এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > কমিশনের ভূমিকা নিয়ে হতাশ বিমান, কি বললেন বর্ষীয়ান নেতা!

কমিশনের ভূমিকা নিয়ে হতাশ বিমান, কি বললেন বর্ষীয়ান নেতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার পর থেকেই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক অশান্তির ঘটনার সামনে এসেছে। বিভিন্ন জেলায় বিরোধীদের প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর প্রতিটি ক্ষেত্রেই সেই অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের দিকে। আর এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছে। এদিন বামেদের পক্ষ থেকেও স্মারকলিপি দিয়ে কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানানো হয়। আর তারপরেই সাংবাদিক বৈঠকে কমিশনের ভূমিকা নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেন বিমান বস। তিনি জানান, কমিশনের হাত পা বাধা। কিন্তু তবুও আমরা স্মারকলিপি দিয়েছি।

প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বামেদের পক্ষ থেকে স্মারকলিপি জমা করা হয়। যেখানে রাজ্য জুড়ে মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে প্রশ্ন তোলে তারা। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেন বিমান বসু। তিনি বলেন, “আমরা জানি যে, নির্বাচন কমিশনের হাত-পা বাঁধা। কিন্তু তবুও আমরা এটা জেনেও স্মারকলিপি দিয়েছি। তার সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে, আপনি আপনার চেয়ারের মর্যাদা রক্ষা করুন।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিমান বসু আরও একবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বুঝিয়ে দিলেন, নির্বাচন কমিশনের কাছে অভাব অভিযোগ জানিয়েও লাভের লাভ হবে না। কারণ এই নির্বাচন কমিশন সরকারের কথামতো এই কাজ করছে। স্বাভাবিক ভাবেই বর্ষিয়ান এই বাম নেতার মন্তব্যের পর কমিশন আদৌ সদর্থক পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!