এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > মনোনয়ন পর্বেই খুন! পঞ্চায়েতের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এই হেভিওয়েট!

মনোনয়ন পর্বেই খুন! পঞ্চায়েতের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের কর্মীরা প্রাণ হারিয়েছেন। মনোনয়ন পর্বের শেষ দিনেও খুন হতে হয়েছে এক আইএসএফ কর্মীকে। আর এই পরিস্থিতিতে মনোনয়ন পর্বে যেভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে, তাতে ভোটের সময় কি হবে, তা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কমিশনের দপ্তর থেকে বাইরে বেরিয়ে সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে উস্মা প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, এদিন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যেখানে রাজ্য মনোনয়ন পর্বে যেভাবে অশান্তি এবং প্রাণ হারানোর ঘটনা সামনে আসছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই বর্ষীয়ান বাম নেতা বলেন, “রাজ্যে মনোনয়ন পর্বে একের পর এক খুন হচ্ছেন সাধারণ কর্মীরা। আজকেও একজন এসএফআইয়ের কর্মী খুন হয়েছেন। মনোনয়ন পর্বেই যদি খুন হয়, তাহলে এরপরে প্রচার রয়েছে। তারপরে ভোট রয়েছে। তাহলে ভোটের দিন মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কি করে! কমিশন সেটা নিশ্চিত করতে পারবে তো! আমরা এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি।”

অর্থাৎ মনোনয়নের সময় যেভাবে প্রাণহানির ঘটনা ঘটছে, তাতে ভবিষ্যতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করলেন এই বর্ষিয়ান বাম নেতা। বুঝিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের যথেষ্ট চিন্তা রয়েছে। তবে নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিয়ে বামেদের পক্ষ থেকে দাবি জানানো হলেও, শেষ পর্যন্ত কমিশন সেই নিরাপত্তা রক্ষা করতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!