এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিধায়কদের পর এবার কংগ্রেসের পঞ্চায়েতের জয়ী সদস্যদের দলে নেওয়ার প্রক্রিয়া শুরু শাসকদলে

বিধায়কদের পর এবার কংগ্রেসের পঞ্চায়েতের জয়ী সদস্যদের দলে নেওয়ার প্রক্রিয়া শুরু শাসকদলে

রাজ্যের কংগ্রেসের অস্তিত্ব বর্তমানে সংকটের মুখে। প্রতিনিয়ত দলের নেতা থেকে কর্মীরা পা বাড়াচ্ছেন শাসক শিবিরে।  এবার রাজ্যের একদা কংগ্রেসের গড় বলে পরিচিত মালদাতেও পড়ল সেই শাসকের থাবা। যার জেরে কার্যত বিরোধী-শূন্য হয়ে গেল রতুয়া 1 পঞ্চায়েত সমিতি। সূত্রের খবর, গত শনিবার দুপুরে রতুয়ার বাহারালে তৃণমূলের এক সভায় রতুয়া 1 পঞ্চায়েত সমিতির কংগ্রেসের এক সদস্য ওবাইদুর রহমান ও মাহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ফারুক আলী তৃণমূলের পতাকা তুলে নেন। জানা গেছে 30 আসন বিশিষ্ট রতুয়া 1 পঞ্চায়েত সমিতিতে 28 টি আসন নিজেদের দখলে রাখে তৃনমূল কংগ্রেস।বাকি দুটোর মধ্যে একটি পায় কংগ্রেস এবং আরেকটি নির্দল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সেখানকার এক কংগ্রেস সদস্যও তৃনমূলে যোগদান করায় কার্যত বিরোধী-শূন্য হওয়ার মুখে এই পঞ্চায়েত সমিতি। রতুয়ার কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায় এ নিয়ে বলেন, “তৃণমূল ভয় দেখিয়ে আমাদের কর্মীদেরকে নিজেদের দলে যোগদান করাচ্ছে। মানুষই এদের উপযুক্ত জবাব দেবে।” অপরদিকে পাল্টা জবাব দিয়েছেন তৃনমূলের মালদা জেলার সভাপতি মোয়াজ্জেম হোসেনও। তিনি বলেন, “ওই পঞ্চায়েত সমিতিতে আমরা এমনিতেই সংখ্যাগরিষ্ঠ ছিলাম। তাহলে ভয় দেখিয়ে অন্য কাউকে নিয়ে আসার কোনো দরকারই নেই।”

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে দল বদল করা রতুয়া 1 পঞ্চায়েত সমিতির ওবাইদুর রহমান ও মাহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের ফারুক আলী বলেন, “মানুষের কাজ করবার জন্যই তারা তৃণমূলে এসেছেন। সূত্রের খবর, এই রতুয়ায় কংগ্রেস ও সিপিএম নিজেদের মধ্যে জোট করেছিল। আর তারপরই এইভাবে কংগ্রেসের জয়ী সদস্য তৃনমূলে যোগদান করায় বাম নেতারা অনেকটাই ক্ষুন্ন কংগ্রেসের উপরে। রাজনৈতিক মহলের ধারণা, বর্তমানে উভয় সংকটে রাজ্য কংগ্রেস। একদিকে একের পর এক নির্বাচনে হার, আর অন্যদিকে একদা কংগ্রেস গড়গুলিতে দলীয় কর্মীদের এভাবে তৃণমূলের যোগদানে কপালে চিন্তার ভাঁজ প্রদেশ কংগ্রেস নেতাদের। অনেকে মনে করছেন, আগস্টে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিরোধী দলের সদস্যদের অনেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আর তাতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে রাজ্যের বিরোধীদলগুলোর অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!