এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান! বিধানসভার আগে ‘শ্রমিক দরদী’ তৃণমূল নেতারা?

গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান! বিধানসভার আগে ‘শ্রমিক দরদী’ তৃণমূল নেতারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট2021 এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত সম্প্রদায়ের মন পেতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষক থেকে শুরু করে শ্রমিক, প্রতিটি সম্প্রদায়ের মন জয়ের জন্য উদ্যোগী হয়েছে তারা। এবার দুর্গাপুরের সগড়ভাঙা গ্রাফাইটের ইলেকট্রোড এবং কার্বনের নানা সামগ্রী উৎপাদনকারী একটি বেসরকারি কারখানায় স্থানীয়দের নিয়োগের দাবিতে টানা অবস্থান বিক্ষোভ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

যার ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, এই আন্দোলনের পেছনে আগামী বিধানসভা নির্বাচনে শ্রমিক ভোটকে ফিরে পাওয়ায় প্রধান লক্ষ্য হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু কেন হঠাৎ করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে তৃণমূলের পক্ষ থেকে এই ভাবে আন্দোলনে নামা হল?

একাংশ বলছেন, এই এলাকাটি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে অন্যতম ফ্যাক্টর শ্রমিকদের ভোট। গত বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেসের জোট প্রার্থী কংগ্রেসের বিশ্বনাথ পাড়িয়াল জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখন তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি। গত লোকসভা নির্বাচনে এখানে ব্যাপক গেরুয়া ঝড় লক্ষ্য করা গেছে। তাই সামনের বিধানসভা নির্বাচনে যাতে শ্রমিকদের মন জয় করা যায়, তার জন্য এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলছেন, এই এলাকায় তৃণমূলের আন্দোলনের ব্যপ্তি অনেকটাই ছড়িয়ে পড়ত। কিন্তু বারবার তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনকে কেন্দ্র করে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। যার জেরে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

এদিন এই প্রসঙ্গে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পঙ্কজ রায় সরকার বলেন, “শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি, মারামারি নিত্যদিনের ঘটনা। এই পরিস্থিতিতে শিল্প হয় না।”অন্যদিকে এই ব্যাপারে বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই বলেন, “দিনের-পর-দিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুর্গাপুরের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছেন। এখন ওরা লোক দেখানো আন্দোলন করছেন।” যদিও বা বিরোধীদের এই দাবিকে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকদের মন পেতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস উদ্যোগী হয়ে উঠেছে। বিগত লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূলের ফল খুব একটা ভালো হয়নি। তাই তা থেকে শিক্ষা নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচনে ভালো ফল করতে শ্রমিকদের জনমত নিয়ে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তৃণমূলের পক্ষ থেকে এই আন্দোলন করা হচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!