এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে রাশিয়ার ভ্যাক্সিন? জানিয়ে দিলেন পুতিনের স্বাস্থ্যমন্ত্রী

কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে রাশিয়ার ভ্যাক্সিন? জানিয়ে দিলেন পুতিনের স্বাস্থ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সারাবিশ্ব এমনিতেই করোনার তাণ্ডবে হাহাকার করছে। লক্ষ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর পথে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষেধক ও ওষুধের প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে ব্যাপকভাবে প্রতিষেধক আসেনি বলেই জানা যাচ্ছে। তবে শুরু থেকেই বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনা প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছিলেন, যেভাবে সমস্ত দেশে এগিয়েছে ভ্যাকসিন তৈরিতে, তাতে যে কোনদিন ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে।

আর বিজ্ঞানীদের সেই কথাকেই সত্যি করে দেখিয়েছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাশিয়ার প্রতিষেধক আবিষ্কার করা নিয়ে। কিন্তু গতকালই রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় রাশিয়ার আবিষ্কৃত করোনা প্রতিষেধক স্পুৎনিক সাফল্যের সঙ্গে কাজ করছে।

এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন, তাঁর মেয়ের ওপর এই ভ্যাকসিন ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে। যদিও এই দাবী ঘিরে বিতর্ক আছে। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন ইতিমধ্যে ঘোষণা করেছেন, আর দু’সপ্তাহের পরেই বাজারে আসতে চলেছে প্রথম করোনা প্রতিষেধক যা রাশিয়ার তৈরি- ভ্যাকসিন স্পুৎনিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মরোস্কো ইতিমধ্যে জানিয়েছেন, আগস্ট মাসের শেষেই বাজারে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। অন্যদিকে ভারতেও করোনা ভ্যাকসিন তৈরীর কাজ চলছে দ্রুত গতিতে বলে জানা গেছে। তবে সেই ভ্যাকসিন কবে সম্পূর্ণভাবে পরীক্ষিত হয়ে বাজারে আসবে, তা জানা নেই কারোর।

ইতিমধ্যে ভারতীয় প্রতিষেধক কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তবে ট্রায়াল শুরু হলেও 15 ই আগস্ট এর মধ্যে প্রতিষেধক যে হাতে আসবে না, সে ব্যাপারে নিশ্চিত সবাই। তবে ইতিমধ্যে ভারত রাশিয়ার কাছে করোনার ভ্যাকসিনের আবেদন জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত রাশিয়ার সঙ্গে যেরকম ভালো সম্পর্ক তাতে রাশিয়া যে ভারতের দিকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেবে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

অন্যদিকে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর মতে, রাশিয়া তাঁদের ভ্যাকসিন আবিষ্কারের সমস্ত শর্ত মেনে চলেনি। তাই এই ভ্যাকসিন কতটা সুরক্ষাজনক তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে প্রশ্ন যাই থাকুক না কেন, করোনার মত মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কারে যথারীতি খুশির মেজাজে রাশিয়া। আর এই মুহূর্তে রাশিয়ার দিকেই তাকিয়ে বাকি বিশ্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!