এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদী ও বিজেপি বিরোধী বিস্ফোরক পোস্টে ফের সারা দেশে শোরগোল ফেললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান!

মোদী ও বিজেপি বিরোধী বিস্ফোরক পোস্টে ফের সারা দেশে শোরগোল ফেললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- পুজোর সময় আইন অমান্য করে নুসরত জাহান পুজো প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিয়েছিলেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া নিয়ে বেশ বড়সড় বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তবে এবার বিজেপি বিরোধী পোস্টে আবারো তাঁকে সরব হতে দেখা গেছে। যা নিয়ে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ প্রকাশ করা নতুন কোন ঘটনা নয়। কিছুদিন আগেই দূরবীনে চোখ রাখা নরেন্দ্র মোদির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তিনি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী খোঁজা নরেন্দ্র মোদির কাছে এতটাই দুষ্কর। শুধু তাই নয়, মোদিকে ময়ূরের সাথে ভিডিও পোস্ট করা নিয়ে বেকারদের কাজ দেওয়ার পরামর্শ থেকে শুরু করে “মোদি বাবু জিডিপি বেকাবু” এই বলেও কটাক্ষ করতে দেখা গেছিল তাঁকে।

শুধু তাই নয়, নরেন্দ্র মোদির হাথরাস কাণ্ডে নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে এবার আবারো বিজেপির থেকে বাংলার মানুষকে বাঁচাতে নতুন করে মোদিকে বিঁধতে তাঁকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর যা নিয়ে ভোটের আগে আবারো যে বেকায়দায় পড়তে পারে বঙ্গের বিজেপি ভাবমূর্তি, সেকথাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ‘বিজেপিই অতিমারী’ এই শ্লোগান তুলে রাস্তায় নামতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, সেই সূত্র ধরেই তৃণমূল যে বাংলায় সোশ্যাল মিডিয়ায় ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ বা “savebengalfrombjp.com” কর্মসূচি শুরু করেছিল সে কথা করো অজানা নয়।

বস্তুত, যেভাবে কোনও বিপর্যয়ের মুখে ফেসবুক জানতে চায় যে কোথায় কতজন সুস্থ আছেন বা নিরাপদে আছেন তা চিহ্নিত করে জানাতে, একেবারে সেই পদ্ধতিতেই “নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করুন” বা “Mark Yourself Safe from BJP” এই স্লোগান দিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হতে দেখা গিয়েছিল তৃণমূলকে। তবে সম্প্রতি সেই প্রেক্ষিতেই টুইটারে মন্তব্য করতে দেখা গেছে নুসরত জাহানকে।

এদিন বসিরহাটের তৃণমূল সাংসদকে সোশাল মিডিয়ায় লিখতে দেখা যায়, শ্রী নরেন্দ্র মোদি আর বিজেপির হাতে আমাদের দেশ পুড়ছে। পাঁচ লক্ষেরও বেশি মানুষ রাজনৈতিক হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাকে বাঁচাতে নিজেকে সুরক্ষিত হিসেবে মার্ক করুন। বস্তুত, বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই, এমন পরিস্থিতিতে প্রত্যেক দলের কাছেই নিজেদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা প্রয়োজনীয়। তাই এমন পরিস্থিতিতে এহেন মন্তব্যে বিজেপি যে বেশ বেকায়দায় পড়েছে সেকথাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!