এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় সুখবর! ভারতে তৈরী করোনা ভ্যাকসিনে মিলল বড়সড় সফলতা! ক্রমশ বাড়ছে আশার আলো, জানুন বিস্তারে

বড়সড় সুখবর! ভারতে তৈরী করোনা ভ্যাকসিনে মিলল বড়সড় সফলতা! ক্রমশ বাড়ছে আশার আলো, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশজুড়ে করোনা পরিস্থিতি যে মারাত্মক ভয়াবহ আকার ধারণ করেছে, সে ব্যাপারে ওয়াকিবহাল সবাই। প্রাথমিকভাবে করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল আগেই। কিন্তু তাতে পরিস্থিতির যে বিশেষ কোনো হেরফের হয়নি তা এই মুহূর্তে স্পষ্ট। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াই চালানোর জন্য প্রয়োজন প্রতিষেধক বা ঔষধের। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোন কিছু আবিষ্কারের ইঙ্গিত দেয়নি বিজ্ঞানীরা বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, বিশ্ব জুড়ে বিভিন্ন কোণে তাবড় তাবড় বিজ্ঞানীরা ও গবেষকরা করোনার প্রতিষেধক আবিষ্কার এর জন্য মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, যেভাবে করোনা প্রতিষেধক আবিষ্কারের জন্য সময় ব্যয় হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে করোনার ঔষধ বা প্রতিষেধক আবিষ্কার শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে, ভারতেও এবার করোনার প্রতিষেধক অ্যাবিষ্কার নিয়ে উল্লেখযোগ্য খব সামনে এসেছে। যা রীতিমত আশা জাগাচ্ছে ভারতের বুকে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে ভারতের বায়োটেক কোম্পানী দ্বারা প্রস্তুত প্রথম করোনা ভ্যাকসিন COVAXIN ™ এর মানবদেহে ক্লিনিক্যাল পরীক্ষার জন্য এবার অনুমতি দিল ডিজিসিআই। করোনার বিরুদ্ধে ভারতের এটি প্রথম আবিষ্কৃত প্রতিষেধক যা মানবদেহে পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত আগামী মাস অর্থাৎ জুলাই থেকে এই ভ্যাকসিনের মানবদেহের প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে খবর, ভারতে বায়োটেক এই মুহূর্তে ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদ এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োলজির সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনার প্রতিষেধক আবিষ্কার এর।

তবে, বায়োটেক ছাড়াও অন্য অনেক ভারতীয় কোম্পানি এই মুহূর্তে করোনার ভ্যাক্সিন তৈরীর কাজ চালাচ্ছে বলে খবর। অন্যদিকে, ভারতে যেভাবে করোনা প্রতিদিন নতুন রেকর্ড তৈরি করছে তা রীতিমতো আতঙ্কিত করে তুলছে দেশের আপামর জনগণকে। এই পরিস্থিতিতে প্রতিষেধক আবিষ্কার করতে না পারলে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে সে কথা চোখ বন্ধ করেও বলা যায়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভারতের বুকে যদি করোনার প্রতিষেধক আবিষ্কার হয়, তাহলে তা হবে যুগান্তকারী সৃষ্টি। আপাতত সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কবে মিলবে করোনার হাত থেকে মুক্তি?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!