আবার নতুন জনসংযোগ কর্মসূচী মমতার! বাধা হয়ে দাঁড়াবে কি শেষে গোষ্ঠীদ্বন্দ? কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য January 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই শাসকদল তৃণমূল নির্বাচনে জেতার জন্য জনসংযোগের ওপর নির্ভর করে। লোকসভা নির্বাচনের পর ছিল উপনির্বাচন। সেসময় তৃণমূল নেত্রী ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের পরামর্শে রাজ্য জুড়ে শুরু করেছিলেন ‘দিদিকে বল’ জনসংযোগ কর্মসূচি। ব্যাপক সাফল্য আসে এই কর্মসূচির হাত ধরে। যার ফল উপনির্বাচনে বাংলা দেখেছে। আর এবার একুশের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনের ঠিক প্রাকমুহূর্তে ইতিমধ্যেই তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। তাই এবার একই দলের নতুন কর্মসূচি আসছে তৃণমূল নেত্রীর হাত ধরে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে। একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুরু করতে চলেছেন নতুন কর্মসূচি ‘দুয়ারে তৃণমূল’। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানিয়েছেন রীতিমতো বিজ্ঞপ্ত জারি করে। সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন, আগামী একুশে জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ‘দুয়ারে তৃণমূল’ কর্মসূচি। এই কর্মসূচি একুশে জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। রাজ্যজুড়ে স্থানীয় প্রচার অভিযান এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এই কর্মসূচির মূল লক্ষ্য। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, এই জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পার্টির নেতৃত্বে প্রত্যেক জননেতা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের প্রচার চালাবে। পাশাপাশি জনসংযোগ মিছিলও হবে এবং সাথে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার চলবে। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জনসংযোগ স্থাপনের দায়িত্ব নিতে হবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের। এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল চাইছে জনসাধারণকে পাশে রাখতে। আর সেই সূত্রে চলছে বিভিন্ন ভাবে প্রচার অভিযান। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারের দিকে কিছুটা এগিয়ে রয়েছেন তার জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের সবাই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিরোধী শিবির। তবে দেখার, বরাবরের মত তৃণমূল নেত্রীর এই রাজনৈতিক কর্মসূচী সফল হয় নাকি দলের গোষ্ঠীদ্বন্দ অন্তরায় হয়ে দাঁড়ায়। আপাতত রাজ্য দখলের লড়াই যে জমে উঠছে, সে কথা পরিষ্কার। আপনার মতামত জানান -