এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট ও হিমাচল জয়ের পর বাংলায় বিজেপির কি হবে? মুখ খুললেন মন্ত্রী রাজীব ব্যানার্জী

গুজরাট ও হিমাচল জয়ের পর বাংলায় বিজেপির কি হবে? মুখ খুললেন মন্ত্রী রাজীব ব্যানার্জী


গুজরাটের পর হিমাচলে গেরুয়া ঝড়, কোনোভাবেই চিন্তিত নয় তৃণমূল-এমনটাই মত রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বুধবার হাওড়ার নিবড়ায় হিন্দুস্থান মাঠে আয়োজিত ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে কার্যত বিজেপিকে তুলধোনা করে তিনি বলেন, গুজরাত ও হিমাচলের ফলাফল যাই হোক না কেন বাংলায় বিজেপির কোনও জায়গা হবে না। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিজেপি বা মোদির কোনও জায়গা হবে না।বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। এদিনের শিবিরে সেচমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা, জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল, দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম প্রমুখ। শিবিরে উপস্থিত বক্তারা প্রত্যেকের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ করেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলার একটি আসনেও বিজেপি যাতে জিততে না পারে সেজন্য এখন থেকেই বুথে বুথে বিজেপি বিরোধী প্রচারকে তীব্রতর করার আহ্বান জানান। এদিনের শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!