এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের হবু শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের নিয়মে বড়সড় নিয়ম পরিবর্তনের কথা জানাল পরিষদ

রাজ্যের হবু শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের নিয়মে বড়সড় নিয়ম পরিবর্তনের কথা জানাল পরিষদ


স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের সম্ভাব্য নিয়মে বদল নিয়ে এবার শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে কাউন্সেলিং ও ইন্টারভিউ প্রক্রিয়াটি বরাবরের জন্য উঠে যেতে পারে। অর্থাৎ প্রার্থীকে এবার থেকে লিখিত পরীক্ষা ছাড়া অন্য কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে না। সেক্ষেত্রে, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া শেষ করবে স্কুল সার্ভিস কমিশন।

শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানা গেছে, এবার থেকে মাল্টিপল র‍্যাঙ্কিংয়ের ব্যবস্থাও উঠে যাচ্ছে। এছাড়াও একাধিক পরিবর্তন করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এর ফলে নিয়োগের প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যাবে‌। পরীক্ষার পরে 6 থেকে 8 মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়াটি শেষ হবে। ফলে কাউন্সেলিং ও ইন্টারভিউ না থাকার ফলে সরাসরি ফর্ম বেরোনো থেকে নিয়োগ প্রক্রিয়া টি খুব শীঘ্রই মিটে যাবে।

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরেকটি পরিবর্তন করা হয়েছে। সেটি হলো, এবার থেকে প্রাপ্ত প্রার্থীকে যে কোন শ্রেণীতে নিয়োগের জন্য একবার আবেদন করলেই হবে। আগে প্রার্থীকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য দফায় দফায় আবেদন করতে হতো। নতুন নিয়মের ফলে একবার আবেদনপত্র জমা করলেই প্রার্থী পছন্দমত শ্রেণীতে নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। নতুন স্কুল সার্ভিসের পরীক্ষায় কোন মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হবে না প্রার্থীকে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করলেই আসবে চাকরির সুযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্রক্রিয়া নিয়ে এতদিন প্রার্থীদের মধ্যে বিভিন্ন রকম অভিযোগ থাকতো। তবে এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন পদ্ধতি কার্যকর হলে প্রার্থীদের অভিযোগ অনেকাংশেই কমে যাবে। কারণ নতুন নিয়মে প্রার্থীদের সুবিধা ও সুযোগ অনেক বেশি।

তবে এই সম্ভাব্য নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে শিক্ষক, পরীক্ষার্থী ও প্রশাসনিক মহলে। এ প্রসঙ্গে শিক্ষা মহলের একাংশের দাবি, বর্তমানে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ফলে পাস করলেও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীকে যাচাই করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু নতুন পদ্ধতি অনুযায়ী সে সুযোগ আর থাকবে না।

ফলে চাকুরী প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে। স্কুল সার্ভিস কমিশনের আরোপিত নতুন নিয়মের ফলে প্রার্থীরা কি সুবিধা পাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আপাতত সমগ্র বিষয়টির ওপর নজর রেখেছে রাজ্যের শিক্ষা মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!