এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কয়লা পাচারের সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম জড়ালেন বাবুল সুপ্রিয়

এবার কয়লা পাচারের সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম জড়ালেন বাবুল সুপ্রিয়

শুরুটা করেছিলেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। আর তাতে এবার গলা মেলাতে শুরু করলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ত্বও। মুকুল রায় বিশ্ব বাংলা ও জাগো বাংলা নিয়ে ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করার পর কারোর নাম না করে উলুবেড়িয়ার এক প্রকাশ্য দলীয় জনসভা থেকে নাম না করে শাসকদলের নেতাদের দিকে ইঙ্গিত করে জানান, রাজ্যে প্রতিমাসে যে কয়লা পাচার হয় তার জন্য মাসে ২০ কোটি টাকা করে কলকাতার এক ‘বিশেষ’ ব্যক্তির কাছে পৌঁছে যায়।
আর এবার আবারো ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলের প্রকাশ্য সভামঞ্চ থেকে কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনলেন। যদিও বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে, বাবুল সুপ্রিয়র বয়ানে বলা হয়েছে, আসানসোলের সব কয়লা চুরি হয়ে যাচ্ছে পুলিশ ও স্থানীয় নেতাদের মদতে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে বাবুল সুপ্রিয় ঐদিন সরাসরি তৃণমূল সাংসদের নাম নিয়েই কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার এবং টাকা নেওয়ার অভিযোগ আনেন। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!