এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING – ৩০ শে জুন পর্যন্ত রেলের সমস্ত টিকিট বাতিল হয়ে গেল! ছাড় পাবেন শুধু এঁরা

BREAKING – ৩০ শে জুন পর্যন্ত রেলের সমস্ত টিকিট বাতিল হয়ে গেল! ছাড় পাবেন শুধু এঁরা


দেশজুড়ে করোনার সার্বিক পরিস্থিতি মোটেই সুখকর নয়। পরিস্থিতি আয়ত্তে আনতে দেশ এবার লকডাউন এর চতুর্থ দফা পালন করছে। লকডাউন এর মধ্যেই চূড়ান্ত বিতর্ক শুরু হয় বিভিন্ন রাজ্য থেকে বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে। বিভিন্ন মিডিয়াতে উঠে আসে পরিযায়ী শ্রমিকদের দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছেন সেই ছবি। এর সাথে পরিযায়ী শ্রমিকদের পথে মৃত্যুর ঘটনা এই বিতর্ককে আরও চূড়ান্ত অশান্তির জায়গায় নিয়ে যায়।

এই পরিস্থিতিতে লকডাউন এর 49 দিনের মাথায় রেলের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়েছে ট্রেন যাত্রা। রেল সিদ্ধান্ত নেয় প্যাসেঞ্জার ট্রেন চালানোর। সেই অনুযায়ী অনেকেই টিকিট বুকিং শুরু করেন কিন্তু এবার রেল নতুন করে আবার জুন মাসের 30 তারিখ পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে ছিলেন, তাদের টিকিট সরাসরি বাতিল করে দিল। টিকিট বাতিল হওয়া যাত্রীরা এই মুহূর্তে রেলের পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে।

উল্লেখ্য এর আগে টিকিট বা ট্রেন বাতিল হলে টিকিটের সম্পূর্ণ টাকা রেলযাত্রীদের ফেরত দেওয়া হয়েছে ঘোষণা অনুযায়ী। এবার কি হবে, সে দিকেই এখন নজর যাত্রীদের। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চলবে যার মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারবেন। রেল সূত্রের খবর অনুযায়ী ঠিক ছিল, গত 22 মে থেকে ট্রেনের বিভিন্ন সিটের তালিকা অনুযায়ী ওয়েটিং লিস্ট প্রকাশ করবে রেল কর্তৃপক্ষ। কিন্তু আপাতত এই পরিকল্পনা ঠাণ্ডা ঘরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে শুধুমাত্র এসি ট্রেন নয়, দুই ধরনের ট্রেন একসঙ্গে চালাবে ভারতীয় রেল। তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে, 30 শে জুন পর্যন্ত অন্যান্য যাত্রীদের টিকিট বাতিল হলেও ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন গুলি চলবে এবং তার জন্য বুকিংও করা যাবে। এতদিন পর্যন্ত দেশের বড় শহরগুলিতে রেলের মাধ্যমে যোগাযোগ করা যেত, তবে এবার রেলের পক্ষ থেকে ছোট শহরগুলির ওপর নজর দেওয়া হবে বলে জানা গেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দেশে যেভাবে করোনা সংক্রামিতের হার ক্রমাগত বেড়ে চলেছে, সেদিকে নজর দিয়েই ভারতীয় রেলের বর্তমান সিদ্ধান্ত। অন্যদিকে বিশেষজ্ঞদের আরেক অংশ দাবি করেন, টিকিট বাতিল করলে প্রভূত ক্ষতি হয় রেলের। কিন্তু তা সত্বেও দেশের করোনা পরিস্থিতির মধ্যেও সাধারণ যাত্রীরা যাতে বিন্দুমাত্র হয়রানির শিকার না হন, তার দিকে লক্ষ্য রেখে রেল কর্তৃপক্ষ যেভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে  তা সত্যিই প্রশংসনীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!