ত্রিপুরার সরকারি চাকরিজীবী মহিলাদের জন্য “চাইল্ড কেয়ার লিভ” এর সংযোজন করল সরকার রাজ্য December 16, 2017 সন্তানের দেখাশোনা করবার জন্য এবার থেকে দু’বছর পর্যন্ত ছুটি পাবেন ত্রিপুরার বিভিন্ন সরকারি দফতরে কর্মরত মহিলারা। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানুলাল সাহা নারীকল্যান ও শিশুকল্যানের উদ্যেশে সরকারি ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।এই সংযোজনার নাম“চাইল্ড কেয়ার লিভ।” এই সিদ্ধান্তের নিয়ম অনুযায়ী সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত ৭৩০ দিনের ধাপে ধাপে কর্ম বিরতি নিতে পারেন মহিলারা।দ্বিতীয় সন্তানের জন্য একই ছুটির সুবিধা পাবেন মা। বর্তমানে মাতৃত্বকালীন সময়ে সরকারি চাকরিজীবী মহিলারা 6 মাস ছুটি পান।সূত্রের খবর,এই ৬ মাস ছুটির বাইরেই থাকবে এই ছুটি।সরকারি এই সিদ্ধান্তে বেশ খুশি কর্মরতা মহিলারা। আপনার মতামত জানান -