এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি পঞ্চায়েত ভোটে ৫৮ হাজার প্রার্থী দেবে‌ দাবী ‌দিলীপের

বিজেপি পঞ্চায়েত ভোটে ৫৮ হাজার প্রার্থী দেবে‌ দাবী ‌দিলীপের


পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগেই বিজেপির জোরদার প্রস্তুতি ছিল। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ দাবি করেন এবারের পঞ্চায়েত নির্বাচনে দল রাজ্যে ৫৮ হাজার প্রার্থী দেবে। রাজনৈতিক ‌মহলের দাবী বিরোধী দল বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না বলে যে কটাক্ষ‌ করত তারই যোগ্য জবাব দিতেই দিলীপ বাবুর এই‌ মন্তব্য। দিলীপ বাবুর দাবী রাজ্য জুড়ে বাড়তে থাকা‌ বিজেপির শক্তি বিরোধীদের ভয়ের করণ হচ্ছে। পাশাপাশি তিনি জানান যে ইসরাত জাহান কে আসন্ন উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে প্রার্থী করা হবে না বরং তাকে দিয়ে সাংগঠনিক কাজ সহ ভোটের প্রচার কাজ গুলি করানো হবে। পাশাপাশিএদিন বিস্তারকদের সাথে‌করা বৈঠক‌ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “আনেক যুবকই কাজ করতে ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁদের মধ্যে থেকেই যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।” যদিও অন্যদিকে জেলায় জেলায় নিচুতলা পর্যন্ত কমিটি গঠনের ক্ষেত্রে দলের ব্যর্থতা সম্পর্কে সমলচনার ঝড় উঠেছে নানা মহল থেকে। দলীয় সুত্রে খবর যে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আসার‌ আগেই কমিটি গঠনের কাজ শেষ করে ফেলতে চায় দল।
তবে কমিটি গঠনের সমস্যা নিয়ে রাজ্যসভাপতি বলেন, ” বহু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কমিটি গঠনের জন্য যাঁদের নাম‌ নেওয়া হচ্ছে তাঁরা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করতে চাইছেন না।” তবে এই সমর্থন না করাকে শাসকদল অজুহাত করে সমস্যা সৃষ্টি‌ করতে পারে বলে দাবী অনেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!