এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য পুলিশের বড়সড় পরিবর্তন, একাধিক নতুন মুখ! ঘোষণা নবান্নের!

রাজ্য পুলিশের বড়সড় পরিবর্তন, একাধিক নতুন মুখ! ঘোষণা নবান্নের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার রাজ্য পুলিশে বড়সড় পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় তৃণমূল সরকারের যখন বর্ষপূর্তি সেলিব্রেশন হচ্ছে, ঠিক তখনই পুলিশ প্রশাসনের ক্ষেত্রে করা হল বড়সড় ঘোষণা। যেখানে সিআইডি প্রধান থেকে শুরু করে আর্থিক অপরাধ দমন শাখার প্রধান পদে নতুন মুখ নিয়ে আসা হল। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।

সূত্রের খবর, বৃহস্পতিবার এই ব্যাপারে একটি ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়েছে, সিআইডির দায়িত্ব থেকে জ্ঞানবন্ত সিংকে সরিয়ে আর রাজশেখরনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক অপরাধ দমন শাখার প্রধান করা হয়েছে নটরাজন রমেশকে। অন্যদিকে জেলাতেও বেশ কিছু প্রশাসনিক পদে রদবদল করেছেন নবান্ন।

যেখানে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার করা হয়েছে অরিজিৎ সিনহাকে। সেদিক থেকে এতদিন ঝাড়গ্রামের পুলিশ সুপার থাকা বিশ্বজিৎ ঘোষকে বিধাননগর কমিশনারেটের কমিশনার করা হয়েছে। অন্যদিকে দুর্নীতি দমন শাখার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার বর্মা। সব মিলিয়ে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিন প্রশাসনিক ক্ষেত্রে করা হল বড়সড় রদবদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!