এখন পড়ছেন
হোম > অন্যান্য > ঠিক হয়ে গেছে এবারের ISL-এর ভেন্যু, ভারতীয় ফুটবলের নবজাগরণে এই ৩ মাঠ সেজে উঠছে রাজকীয়ভাবে

ঠিক হয়ে গেছে এবারের ISL-এর ভেন্যু, ভারতীয় ফুটবলের নবজাগরণে এই ৩ মাঠ সেজে উঠছে রাজকীয়ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কিছুদিন আগেই জানা গেছিলো এবারের আইএসএল অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই নিয়ে নতুন উন্মাদনা তৈরী হয়েছিল ফুটবলপ্রেমীদের মনে। তবে প্রতি বছর ঘরের মাঠেই সেই খেলা অনুষ্ঠিত হলেও, এবারের পরিস্থিতি একেবারে আলাদা। তাই ব্যবস্থাও যে কিছুটা আলাদা হবে সেটা জানা কথা। তাই এবারের খেলা ঘরের মাঠে নয়, হবে গোয়াতে। এই বছরের নভেম্বর মাসে যেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হ্যাঁ, সরকারি ভাবে সেরকমই জানানো হয়েছে। ২০২০-২০২১। এর খেলা অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে। তবে সঙ্গে থাকছে কিছু জরুরী ব্যবস্থাপনা। করোনা সতর্কতা পালনের সঙ্গে সঙ্গে, খেলাতে যোগদান করা ১০টি দলের জন্য থাকছে আলাদা আলাদা মাঠের ব্যবস্থা। যাতে তারা আলাদা ভাবে প্র্যাকটিস করতে পারে। এছাড়া যে তিনটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে, তার ফ্লাডলাইট, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জল নিকাশি ব্যবস্থা সবকিছুর ওপর দেওয়া হয়েছে বিশেষ নজর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের তরফ থেকে সেই সব মাঠ পরিদর্শনের জন্য প্রতিনিধি দলও পাঠানো হয়েছে। মাঠগুলো হলো, বাম্বোলিনের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, ভস্কোর তিলক ময়দান স্টেডিয়াম, আর ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম। কর্তাদের কথায় ফুটবলার এবং ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে হায়দরাবাদের দলের সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের একসঙ্গে খেলার কথা শোনা যাচ্ছে। তবে এদিন নিতা আম্বানি এফএসডিএল-এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত আনন্দের সঙ্গে এ কথা জানিয়েছেন যে, এই মরসুমে খেলা হচ্ছে এটা জানাতে পেরে তিনি অত্যন্ত খুশি এবং সৈকত শহরে এই খেলা অনুষ্ঠিত হবে সেটা আরও বড় খুশির খবর। সুতরাং গত বছর যেখানে তারা শেষ করেছিলেন সেখান থেকেই আবার নতুন করে সূচনা এবারে হবে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ফুটবল যে এভাবে অনেকটা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!