এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের লকডাউনের আশঙ্কা, সোচ্চার মমতা!

ফের লকডাউনের আশঙ্কা, সোচ্চার মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছর আগেকার স্মৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। বছর ঘুরতে না ঘুরতেই আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। আর এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন, তখন লকডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার সম্পন্ন হওয়ার পর লকডাউনের ব্যাপারে একটি সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হলেও, তা যাতে না হয়, তার জন্য এবার নিজের আপত্তি জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে লকডাউন করার সম্ভাবনা থাকলেও, তিনি তা করতে দেননি বলে প্রকাশ্য সভা থেকে জানিয়ে দিতে দেখা গেল তাকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বেহালায় নির্বাচনী জনসভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভোটের সময় ফের লকডাউন করার জন্য মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিক্রি করা, লকডাউন, গ্যাসের দাম, পেট্রোলের দাম বাড়ানো ছাড়া আর কিছু করেছে! লকডাউন আবার করার ধান্দা ছিল। আমি বলেছি, এখানে করব না। যাতে লোকে বের হতে না পারে, বুঝুন চালাকি!”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, ভোটের সময় বিজেপি হেরে যাওয়ার ভয়ে এখন লকডাউন করে মানুষকে গৃহবন্দি রাখতে চাইছে। তবে তিনি নির্বাচনের সময় কোনোভাবেই লকডাউন করবেন না এই আপত্তি জানিয়ে দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে কোনোভাবেই লকডাউন হবে না বলে বেহালার সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। দুই দল বাংলার ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন বাড়তে শুরু করেছে, তখন আবার লকডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে লকডাউন করার চক্রান্ত মোদী সরকারের ছিল বলে এদিনের জনসভা থেকে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে ভোটের সময় লকডাউন করে মানুষ যাতে গৃহবন্দি থাকে, তার জন্য চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করতে শোনা গেল তাকে। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের লকডাউন নিয়ে চক্রান্তের কথা বলে অপরদিকে কোনোভাবেই তিনি সেই লকডাউন করতে দেবে না বলে রীতিমত জেহাদ ঘোষণা করে বসলেন। অর্থাৎ লকডাউন ইস্যুতেও এবার ভোটের ময়দানে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!