এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কৃষ্ণনগর উত্তরে মুকুল নয়, জয়লাভ করেছেন এই ব্যক্তি! বিজেপির ওয়েবসাইটে চাঞ্চল্য!

কৃষ্ণনগর উত্তরে মুকুল নয়, জয়লাভ করেছেন এই ব্যক্তি! বিজেপির ওয়েবসাইটে চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল বলেই নিজেদের দাবি করে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সোশ্যাল সাইটের সমস্ত খুঁটিনাটি দিক বিজেপির মত সামলানোর দিক থেকে কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই বলেই মনে করা হয়। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর বিজেপির অভ্যন্তরীণ ব্যাবস্থা যে অত্যন্ত সংকটাপন্ন, তা ধীরে ধীরে পরিস্কার হতে শুরু করেছে।

ইতিমধ্যেই বিজেপির নিজস্ব ওয়েবসাইটে একাধিক ভুল-ভ্রান্তির খবর সামনে এসেছে। আর এবার আশ্চর্যজনক ভাবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মুকুল রায় জয়লাভ করলেও, সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম। স্বাভাবিক ভাবেই ওয়েবসাইটে এই মারাত্মক ভুল সামনে আসায় রীতিমতো চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। নানা মহলে বিজেপির এই ওয়েবসাইটের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, 2021 এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন মুকুল রায়। যদিও বা এখন তিনি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে‌। তবে তার বিধায়ক পদ খারিজ করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তার মাঝেই আশ্চর্যজনক ভাবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের জায়গায় লেখা রয়েছে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের নাম। আর বিজেপির মত দলের এত বড় ভুল কি করে হল, তা নিয়েই নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকে বলছেন, আগামী দিনে হয়ত বা এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে প্রার্থী করা হতে পারে জগন্নাথ সরকারকে। আর সেই কারণেই ভুলবশত কৃষ্ণনগরের উত্তরের বিধায়কের জায়গায় মুকুল রায়ের বদলে তার নাম দেওয়া হয়েছে। যদিও বা জগন্নাথ সরকার এবারের বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং জয়লাভ করেছিলেন‌। কিন্তু তারপর সেই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। কেননা তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ।

তাই সাংসদ পদে থাকার কথা বলে বিধায়ক পদ ছেড়ে দিতে হয়েছে তাকে‌। যার জেরে সেই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে আবার উপনির্বাচন হবে। তবে তার মাঝেই বিজেপির টিকিটে জয়লাভ করে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করা সত্ত্বেও, সেখানে মুকুল রায়ের জায়গায় জগন্নাথ সরকারের নাম লক্ষ্য করা গেল বিজেপির ওয়েবসাইটে। যা গেরুয়া শিবিরের কাছে বর্তমানে যথেষ্ট চাপের কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অবিলম্বে বিজেপির এই ওয়েবসাইটের ভুলভ্রান্তি খতিয়ে দেখা উচিত বলেই দাবি করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!