এখন পড়ছেন
হোম > জাতীয় > একনজরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ থেকে গণনার সম্পূর্ণ সূচি

একনজরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ থেকে গণনার সম্পূর্ণ সূচি


আর কয়েকদিনের মধ্যেই সারা দেশ জুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। শুরু হবে দুর্গাপূজা বা নবরাত্রি দিয়ে আর তার রেশ চলবে দীপাবলি পর্যন্ত। আর দীপাবলি মিটে গেলেই দেশজুড়ে শুরু হতে চলেছে গণতন্ত্রের শ্রেষ্ঠ-উৎসব – ‘ভোটপূজো’। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন দিয়ে যা শুরু হবে আর চলবে আগামী বছরের লোকসভা নির্বাচন পর্যন্ত।

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ায় – কার্যত এই ভোট যুদ্ধকে লোকসভার ‘সেমি ফাইনাল’ আখ্যা দেওয়া হচ্ছে। কেননা এই সব রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো বা খারাপ ফল হওয়া মানেই তার প্রভাব লোকসভা নির্বাচনে পড়তে বাধ্য।

ইতিমধ্যেই, বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানাতে হতে চলা নির্বাচনে মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি – দুর্দান্ত ফল করতে পারে কংগ্রেস। আর সেই প্রবণতাকে সত্যি করে সত্যিই যদি বাস্তবে বিজেপির ভরাডুবি হয় তাহলে – লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী-অমিত শাহদের কপালের ভাঁজ চওড়া হতে বাধ্য। কিন্তু, সমীক্ষার ফলাফলকে উল্টো করে গেরুয়া ঝড় উঠলে বলাই বাহুল্য লোকসভা নির্বাচনে আবারো অপ্রতিরোধ্য হয়ে উঠবে বিজেপি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই অতি গুরুত্ত্বপূর্ন এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ নির্বাচনী সূচী একনজরে –
১. ছত্তিশগড়
মোট আসন সংখ্যা – ৯০
এসসি সংরক্ষিত – ১০
এসটি সংরক্ষিত – ২৯
মোট ভোটার – ১,৮৫,৪৫,৮১৯
মোট বুথ সংখ্যা – ২৩,৬৩২
গেজেট নোটিফিকেশন প্রকাশ (প্রথম পর্যায়) – ১৬ ই অক্টোবর, মঙ্গলবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন (প্রথম পর্যায়) – ২৩ শে অক্টোবর, মঙ্গলবার
মনোনয়ন স্ক্রুটিনি (প্রথম পর্যায়) – ২৪ শে অক্টোবর, বুধবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন (প্রথম পর্যায়) – ২৬ শে অক্টোবর, শুক্রবার
গেজেট নোটিফিকেশন প্রকাশ (দ্বিতীয় পর্যায়) – ২৬ শে অক্টোবর, শুক্রবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন (দ্বিতীয় পর্যায়) – ২ রা নভেম্বর, শুক্রবার
মনোনয়ন স্ক্রুটিনি (দ্বিতীয় পর্যায়) – ৩ রা নভেম্বর, শনিবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন (দ্বিতীয় পর্যায়) – ৫ ই নভেম্বর, সোমবার
ভোটগ্রহণ (প্রথম পর্যায় – ১৮ আসন) – ১২ ই নভেম্বর, সোমবার
ভোটগ্রহণ (দ্বিতীয় পর্যায় – ৭২ আসন) – ২০ শে নভেম্বর, মঙ্গলবার ভোটগণনা – ১১ ই ডিসেম্বর, মঙ্গলবার

২. মধ্যপ্রদেশ
মোট আসন সংখ্যা – ২৩০
এসসি সংরক্ষিত – ৩৫
এসটি সংরক্ষিত – ৪৭
মোট ভোটার – ৫,০৩,৩৪,২৬০
মোট বুথ সংখ্যা – ৬৫,৩৪১
গেজেট নোটিফিকেশন প্রকাশ – ২ রা নভেম্বর, শুক্রবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন – ৯ ই নভেম্বর, শুক্রবার
মনোনয়ন স্ক্রুটিনি – ১২ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন – ১৪ ই নভেম্বর, বুধবার
ভোটগ্রহণ – ২৮ শে নভেম্বর, বুধবার
ভোটগণনা – ১১ ই ডিসেম্বর, মঙ্গলবার

৩. রাজস্থান
মোট আসন সংখ্যা – ২০০
এসসি সংরক্ষিত – ৩৪
এসটি সংরক্ষিত – ২৫
মোট ভোটার – ৪,৭৪,৭৯,৪০২
মোট বুথ সংখ্যা – ৫১,৭৯৬
গেজেট নোটিফিকেশন প্রকাশ – ১২ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন – ১৯ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন স্ক্রুটিনি – ২০ শে নভেম্বর, মঙ্গলবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন – ২২ শে নভেম্বর, বৃহস্পতিবার
ভোটগ্রহণ – ৭ ই ডিসেম্বর, শুক্রবার
ভোটগণনা – ১১ ই ডিসেম্বর, মঙ্গলবার

৪. মিজোরাম
মোট আসন সংখ্যা – ৪০
এসসি সংরক্ষিত – ০
এসটি সংরক্ষিত – ৩৯
মোট ভোটার – ৭,৬৮,১৮১
মোট বুথ সংখ্যা – ১,১৬৪
গেজেট নোটিফিকেশন প্রকাশ – ২ রা নভেম্বর, শুক্রবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন – ৯ ই নভেম্বর, শুক্রবার
মনোনয়ন স্ক্রুটিনি – ১২ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন – ১৪ ই নভেম্বর, বুধবার
ভোটগ্রহণ – ২৮ শে নভেম্বর, বুধবার
ভোটগণনা – ১১ ই ডিসেম্বর, মঙ্গলবার

৫. তেলেঙ্গানা
মোট আসন সংখ্যা – ১১৯
এসসি সংরক্ষিত – ১৯
এসটি সংরক্ষিত – ১২
মোট ভোটার – পরে প্রকাশিত হবে
মোট বুথ সংখ্যা – ৩২,৫৭৪
গেজেট নোটিফিকেশন প্রকাশ – ১২ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন – ১৯ ই নভেম্বর, সোমবার
মনোনয়ন স্ক্রুটিনি – ২০ শে নভেম্বর, মঙ্গলবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন – ২২ শে নভেম্বর, বৃহস্পতিবার
ভোটগ্রহণ – ৭ ই ডিসেম্বর, শুক্রবার
ভোটগণনা – ১১ ই ডিসেম্বর, মঙ্গলবার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!