এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজো পরিক্রমা – কলকাতায় পুজো দেখার প্ল্যান করলে, এই জায়গাগুলো আপনাকে দেখতেই হবে

পুজো পরিক্রমা – কলকাতায় পুজো দেখার প্ল্যান করলে, এই জায়গাগুলো আপনাকে দেখতেই হবে


দেখতে দেখতে এসে গেল আরেকটা দুর্গাপুজো – আপামর বাঙালির সবথেকে বড় প্রাণের উৎসব আজ ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর কন্ঠস্বরের স্ত্রোত্রপাঠের মাধ্যমে শুরু হয়ে গেল। বলাই বাহুল্য আর এক সপ্তাহ বাদেই শুরু হতে চলা এই মহা-উৎসবে রাত জাগবে গোটা কলকাতাবাসী। কিন্তু সমস্যা একটাই – কোন পুজো ছেড়ে কোন পুজো দেখবেন? কোন দর্শনীয় প্যান্ডেল দর্শন বাদ থেকে গেল না তো?

আর তাই, পূর্ব-অভিজ্ঞতার ঝুলি ঘেঁটে প্রিয় বন্ধু বাংলা আপনাদের সুবিধার জন্য উত্তর ও দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলির এলাকা ভিত্তিক একটা তালিকা তৈরি করল। আর চিন্তা কি? এবার সেই তালিকা ধরে ধরে সাজিয়ে ফেলুন – কোনদিন কোন অঞ্চলে ঢুঁ মারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণ কলকাতা
১. নিউ আলিপুর
সুরুচি সঙ্ঘ
বুড়ো শিবতলা

২. খিদিরপুর
শারদীয়া পল্লী
৭৫ পল্লী
২৫ পল্লী
নবরাগ
যুবক সঙ্ঘ
কবিতীর্থ
যুবগোষ্ঠী

৩. বেহালা
বেহালা নতুন দল
ফ্রেন্ডস ক্লাব
দেবদারু ফটক
শ্রীসঙ্ঘ

৪. চেতলা
চেতলা অগ্রণী
অকালবোধন
আলিপুর সার্বজনীন

৫. দেশপ্রিয় পার্ক
দেশপ্রিয় পার্ক
ত্রিধারা
হিন্দুস্থান পার্ক
হিন্দুস্থান ক্লাব
সমাজসেবী

৬. বালিগঞ্জ
বালিগঞ্জ কালচারাল

৭. ঠাকুরপুকুর
এসবিআই পার্ক

৮. হরিদেবপুর
অজেয় সংহতি
৪১ পল্লী
বিবেকানন্দ স্পোর্টিং
বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক

৯. নাকতলা
নাকতলা উদয়ন সঙ্ঘ
নবদুর্গা
পঞ্চদুর্গা

১০. রাসবিহারী অ্যাভিনিউ
৬৬ পল্লী
বাদামতলা
নেপাল ভট্টাচার্য স্ট্রিট
শিবমন্দির

১১. টালিগঞ্জ
মুদিয়ালী ক্লাব

১২. গড়িয়াহাট
একডালিয়া এভারগ্রিন
সিংহী পার্ক

১৩. ঢাকুরিয়া ও যোধপুর পার্ক
৯৫ পল্লী
বাবুবাগান
সেলিমপুর

১৪. কসবা
বোসপুকুর শীতলামন্দির
তালবাগান

১৫. ভবানীপুর
ভবানীপুর রূপচাঁদ
যতীন দাস পার্ক
অবসর সার্বজনীন

১৬. সন্তোষপুর (যাদবপুর)
সন্তোষপুর অ্যাভিনিউ
সন্তোষপুর লেকপল্লী
ত্রিকোণ পার্ক
পল্লীমঙ্গল সমিতি

উত্তর কলকাতা
১. মহাত্মা গান্ধী রোড (শিয়ালদহ)
সন্তোষ মিত্র স্কয়ার
কলেজ স্কয়ার
মহম্মদ আলি পার্ক

২. দমদম ও লেকটাউন
শ্রীভূমি স্পোর্টিং
দমদম পার্ক ভারতচক্র
দমদম পার্ক তরুণ সঙ্ঘ
লেকটাউন নেতাজি স্পোর্টিং
লেকটাউন অধিবাসীবৃন্দ

৩. শোভাবাজার ও গিরিশ পার্ক
কুমোরটুলি পার্ক সার্বজনীন
আহিরীটোলা
শিমলা স্ট্রিট
কুমোরটুলি সার্বজনীন
জগত মুখার্জী পার্ক
বেনিয়াটোলা
পাথুরিয়াঘাটা
দর্পনারায়ণ স্ট্রিট
বাগবাজার সার্বজনীন
টালা প্রত্যয়ী
টালা বারোয়ারি

৪. শ্যামবাজার ও হাতিবাগান
হাতিবাগান সার্বজনীন
কাশি বোস লেন
নলীন সরকার স্ট্রিট
নবীন পল্লী

৫. উল্টডাঙ্গা
উল্টডাঙ্গা পল্লীশ্রী
উল্টডাঙ্গা সংগ্রামী
গোলাঘাটা সার্বজনীন

৬. মানিকতলা
চালতাবাগান
লোহাপট্টি
বিবেকানন্দ স্পোর্টিং
ব্যায়াম সমিতি
লালাবাগান
করবাগান

৭. খান্না ও কাঁকুড়গাছি
বেলেঘাটা ৩৩ পল্লী
কাঁকুড়গাছি মিতালি সঙ্ঘ
কাঁকুড়গাছি যুবকবৃন্দ

প্রিয় বন্ধুতে প্রকাশিত অপরাজিতার সব গল্পের তালিকা (যে গল্পটি পড়তে চান – তার উপর ক্লিক করুন অথবা মোবাইলের ক্ষেত্রে আঙুল ছোঁয়ান) –

# পুজো পরিক্রমা – কলকাতায় পুজো দেখার প্ল্যান করলে, এই জায়গাগুলো আপনাকে দেখতেই হবে
# আজ ঘরে ঘরে জামাইষষ্ঠী – জানেন কি কিভাবে ও কেন প্রচলিত হল এই অনুষ্ঠান?
# দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা বাদে মহাভারতে কৌরবদের বাকি ভাইদের নাম জানতে দেখুন
# এক চিলতে রোদ্দুর – Ek Chilte Roddur – কলমে: অর্পিতা সরকার – ক্যানভাসে তোমার ছবি

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!