বিজেপিতে তৈরী হয়নি অনেক বুথ কমিটি, কাজ না পারলে পদ ছাড়ার স্পষ্ট নির্দেশ উত্তরবঙ্গ রাজ্য July 27, 2018 রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়েছে যে এ রাজ্যে শাসক তৃনমূল কংগ্রেসের বিরোধী দল হিসাবে নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হয়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। আর সেখানেও যাতে এইভাবেই নিজেদের ভোট আরও বাড়ানো যায় তার জন্য রাজ্যে এসে প্রতিটি জেলা নেতৃত্বকে বুথ কমিটি তৈরির ব্যাপারে জোর দিতে বলেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সেব্যাপারে এখনও ঠিকমত দ্বায়িত্ব পালন করতে অপারগ উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিজেপির টাউন কমিটি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। সূত্রের খবর, গত 7 ই জুলাই উত্তর দিনাজপুরের জেলা বিজেপির নেতারা ইসলামপুর টাউন কমিটির অফিসে বসে স্থানীয় নেতৃত্বকে সবকটি বুথ কমিটির কাজ এই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেও তা এখনও সম্পন্ন করে উঠতে না পারায় নেতাদের গ্রহনযোগ্যতা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এ প্রসঙ্গে বিজেপির ইসলামপুর টাউনের সভাপতি সৌম্যরুপ মন্ডল বলেন, “মোট 42 টি বুথের মধ্যে 30 টি বুথে কমিটি করেছি। বাকি 12 টি বুথে কমিটি তৈরির জন্য শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে।” এদিকে নেতাদের নিয়ে বৈঠক করলেও এখনও বুথ কমিটি তৈরি না হওয়ায় কিছুটা আশ্চর্য হয়েছে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি নির্মল দাম। টাউনে কমিটি তৈরি না করতে পারা একটি দুর্বলতা বলে কমিটি তৈরি হলে কর্মীসম্মেলনের মাধ্যমেই লোকসভার প্রচারও শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সঠিক সময়ে কমিটি তৈরি করতে না পারলে যে ব্যাবস্থা নেওয়া হবে সেই কথা স্মরন করিয়ে দিয়েছেন জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরজিৎ সেন। তিনি বলেন, “সময় মতো কমিটি তৈরি করতে না পারলে তা নেতৃত্বের ব্যার্থতা হিসাবে ধরে দায়িত্ব ছেড়ে দিতে বলা হবে।” রাজনৈতিক মহলের মতে, এবারের পঞ্চায়েতে ইসলামপুরে আটটির মধ্যে বিজেপি একাই পেয়েছে পাঁচটি। যেখানে শাসকদল তৃনমূল 1 টি এবং নির্দল 2 টি আসন পেয়েছে। স্বাভাবিকভাবে লোকসভার আগে এই বুথ কমিটি তৈরি না করতে পারলে এই হাওয়া হয়ত তাঁদের পক্ষে নাও থাকতে পারে। তাই এখন থেকে নির্দিষ্ট সময় বুথ কমিটি তৈরি করতে না পারলে স্থানীয় নেতাদের ওপর খাড়া নামাতে চলেছে বিজেপি। আপনার মতামত জানান -