এখন পড়ছেন
হোম > জাতীয় > ঠিক কত টাকার ‘লেনদেন’ হয়েছে মুকুল রায়ের বিজেপিতে যোগদানে?

ঠিক কত টাকার ‘লেনদেন’ হয়েছে মুকুল রায়ের বিজেপিতে যোগদানে?

কিছুদিন আগেই গুজরাটে কোটি টাকার ঘুষ দিয়ে কংগ্রেস বিধায়ককে দলে টানার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে, খোদ দলত্যাগী বিধায়ক বিজেপির বিরুদ্ধে এনেছিলেন এমন গুরুতর অভিযোগ। আর তাই তৃণমূলের সঙ্গে দুদশকের সম্পর্ক ভেঙ্গে মুকুল রায় বিজেপিতে যোগ দিতেই সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন ঘুরতে থাকে। তবে জানা যাচ্ছে, মুকুল রায় কোনও টাকাই পাননি বিজেপি থেকে, উল্টে মুকুল রায়কে দিতে হয়েছে টাকা!
গেরুয়া শিবিরের রীতি অনুযায়ী দলে যোগ দিতে হলে পাঁচ টাকা দিয়ে দলের সদস্যপদ নিতে হয় এবং নিয়ম মেনে ওই টাকার রসিদও দেওয়া হয়। মুকুল রায়ের ক্ষেত্রেও এর অন্যথা হয় নি, বিজেপিতে যোগ দিতে পাঁচ টাকা ‘এন্ট্রি ফি’ দিতে হয়েছে তাঁকে। মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর তাঁর হাতে রসিদ তুলে দেন কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় আর এর মাধ্যমেই মুকুল রায় বিজেপির প্রাথমিক সদস্য হিসেবে স্বীকৃতি পান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!