টেটে পাশ করা অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বিশেষ খবর রাজ্য November 5, 2017 ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, ফের সুখবর নিয়ে এলেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী বেকার যুবক যুবতীদের জন্য। আর এই ঘোষণার ফলে হাসি ফুটতে বাধ্য হাতের নাগালে এসেও চাকরি ফস্কে যাওয়া যুবক-যুবতীদের। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক শিক্ষক পদে যে সকল চাকুরী প্রার্থী ২০১৪ টেট পরীক্ষায় পাশ করেছিলেন এবং ভাইবা দিয়েছিলেন কিন্তু সেই সময় ডিএলএড কোর্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন (ফলে খাতায়-কলমে সেই সময় প্রশিক্ষণ-হীন হওয়ায়) ডিএলএড কোর্সের জন্য বরাদ্দ নম্বর যোগ হয় নি। আর তাই অনেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকায় পিছিয়ে পড়েছিলেন। মুখ্যমন্ত্রীর অনুধাবন এতে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন নিয়মের গেরোয়। আর তাই তাঁর নির্দেশে সেই সব প্রার্থীদের যাবতীয় নথি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্টলেক করুণাময়ীর অফিসে আগামী ৯ ই নভেম্বরের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি পাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে, তবে আশা করা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এইব্যাপারে হস্তক্ষেপ করছেন তাই আগামী দিনে হাজার হাজার তরুণ-তরুণীর মুখে আবারো হাসি ফুটবে। রাজ্য সরকারের পদক্ষেপে চাকরি জুটবে প্রতীক্ষারত বেকার যুবক-যুবতীদের। আপনার মতামত জানান -