এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোট এগিয়ে এলে রাড়তি কিছু সুবিধা পাবে তৃনমূল?

লোকসভা ভোট এগিয়ে এলে রাড়তি কিছু সুবিধা পাবে তৃনমূল?


সামনেই 2019 । কিন্তু ঠিক কোন মাসে হবে নির্বাচন,তা নিয়ে এখন্ও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সম্প্রতি দলীয় সাংসদের নিয়ে এক বৈঠকে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “2019 এর এপ্রিল নয়। এগিয়ে আসতে পারে লোকসভার নির্বাচন।”  আর সেই কথা মাথায় রেখেই দলের প্রত্যেকটি সাংসদদের নির্দিষ্ট তহবিলের অর্থ আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য, সম্প্রতি সারা দেশে হয়ে যাওয়া উপনির্বাচনের ফলাফলে বিরোধীদের আশাজনক ফল হওয়ায় লোকসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসার দাবি জানান উচ্ছসিত তৃনমূল নেত্রী। মোদী বিরোধী জোটের সুতো প্রথমে তিনিই বেধেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলায় সম্প্রতি উপনির্বাচনগুলিতে সাফল্যের মুখও দেখেছে বিরোধী জোট। যা গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাজকে আরও ফুটিয়ে তুলেছে। আর এই সুযোগেরই সদব্যাবহার করতে লোকসভা নির্বাচন এগিয়ে আনার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে,  2014 সালে যে জনসমর্থন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি, 2019 সালের আগে সেই বিজেপি সরকারের ওপর নোটবন্দী, জিএসটি, কালো টাকা, কৃষক পরিস্থিতি,মূল্যবৃদ্ধি, দলিত হত্যা সহ একাধিক জনবিরোধী কান্ডের জেরে মানুষ আজ তাঁদের থেকে মুখ ফেরাতে শুরু করেছে। মোদী সরকারের ওপর বিরক্ত হয়ে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছে তেলেগু দশম পার্টি ও শিবসেনার মত দলগুলি। বিহারেও নীতিশ কুমারের চোখরাঙ্গানি সহ্য করতে হচ্ছে বিজেপিকে। ত্রিপুরার পর বাংলা জয়ের স্বপ্ন দেখলেও বিগত পঞ্চায়েতে তৃনমূলকে সরাতে অক্ষম গেরুয়া শিবির। আবার একা বিজেপি বিরোধী জোটে খুব একটা সুবিধে করতে পারবে না কংগ্রেসও। আবার তৃনমূলের ক্ষেত্রে শুধু এ রাজ্যের 42 টি আসন দিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসা কার্যত অসম্ভব।তাই সব মোদী বিরোধী দলগুলোকে নিয়ে বিজেপিকে হারাতে তৎপর বিরোধীরা। আর তাই লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচন আদতে কবে হবে তা নিয়ে সম্প্রতি কোলকাতায় এসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত বলেছিলেন, “আইন মেনে লোকসভা বা বিধানসভা মেয়াদ শেষের 6 মাস আগে করা যেতে পারে। তবে তার আগে নয়।” এখন মুখ্য নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচন ‘এপ্রিলের আগে হতে পারে’ এই মন্তব্যে তৈরি হয়েছে জোর জল্পনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!