এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামীতে ছাত্ররাই দেখাবে পথ দাবি করে করোনা আবহে ছাত্র সমাবেশ নিয়ে বড়সড় সিদ্ধান্ত তৃণমূলের!

আগামীতে ছাত্ররাই দেখাবে পথ দাবি করে করোনা আবহে ছাত্র সমাবেশ নিয়ে বড়সড় সিদ্ধান্ত তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে তৃণমূলের সবথেকে বড় কর্মসূচি একুশে জুলাই এবার ধর্মতলায় সেভাবে করা সম্ভব হয়নি। ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে করোনা পরিস্থিতি বাংলায় সঙ্কটজনক আকার ধারণ করেছে। তাই এই অবস্থায় তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস আগামী 28 শে আগস্ট ধর্মতলায় সেভাবে পালন করা নিয়ে সংশয় ছিল। আর এবার একুশে জুলাইয়ের মতই ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে এই 28 আগস্ট পালন করার সিদ্ধান্ত নিল শাসক দল।

শাসক দলের বক্তব্য, একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা ব্যাপকভাবে সাফল্য পেয়েছে। তাই সেই পথ অনুসরণ করেই করোনা ভাইরাসের এই সংকটকালে মুহূর্তে ধর্মতলায় মেয়ো রোডে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। জানা গেছে, আগামী 28 আগস্ট দুপুর তিনটেয় এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বর্তমানে বঙ্গ রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা আবহের মধ্যে সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছে। তাই এবার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, বিভিন্ন মাধ্যমকে বেছে নিয়ে তৃণমূল ছাত্র সংগঠনের যে সমাবেশ তার ব্যাপক প্রচার করতে শুরু করেছে। ভার্চুয়াল সভার মাধ্যমে শাসক দলের ছাত্রসংগঠন এখন নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, এই সভার জন্য বেশ কিছু জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

তবে এবারের এই ভার্চুয়াল সভায় তৃণমূলের প্রধান বার্তা, “ছাত্রসমাজই দেখাবে আগামীর পথ, বাংলার ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ।” অর্থাৎ বারবার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলার চেষ্টা করছেন যে, আগামী দিনে ছাত্রসমাজের সামনের সারিতে নিয়ে আসার, ঠিক একইভাবে এবারে 28 আগস্ট সেভাবে না হলেও, এই শ্লোগানকে সামনে রেখে ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে যাতে সেই সভা সাফল্য পায়, তার জন্যই এবার মাঠে নেমে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব। তবে একুশে জুলাই তৃণমূল ভার্চুয়াল সভায় সাফল্য পেলেও, 28 আগস্ট তারা কতটা সেই সাফল্য অর্জন করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!