গাছেরও খাব, তলারও খাব – আগুন নিয়ে খেলতে যাবেন না: মদন মিত্র বিশেষ খবর রাজ্য December 8, 2017 মন্ত্রীত্ত্ব গেছে, বিধায়ক পদ গেছে – কিন্তু তিনি মদন মিত্র আজও দলের একনিষ্ঠ কর্মী থেকে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই রাজনৈতিক লড়াই লড়ে গেছেন, আগামী দিনেও যাবেন আবারো স্পষ্ট করে দিলেন। তৃণমূল কংগ্রেস তাঁর হৃদয়ের মাঝখানে আছে এবং দলের ভালো-মন্দ নিয়ে তিনি মুখ খুলবেনই তও স্পষ্ট করে দিলেন মেদিনীপুরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের কর্মী সম্মেলনে। এদিন মদন মিত্র বলেন – ১. আমি যবে থেকে তৃণমূল করি, কোনও পালটা গোষ্ঠী করিনি। ২. আমার নেতা ছিলেন একজন, আছেন একজন, থাকবেন একজন – তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ৩. মুখ্যমন্ত্রীর কাছে এই খবর পৌঁছতে হবে, আপনার কাছে গায়ের জার্সি চেঞ্জ করে এমন কিছু লোক এই সরকারের ভিতরে বসে আছে যারা অন্তর্ঘাত করছে, এদের মোকাবিলা করতে হবে। ৪. কিছু কিছু অফিসার মনে করছেন, গাছেরও খাব, তলারও খাব। ৫. আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। ৬. নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যদি সব ঘটনা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে এক মুহূর্ত লাগবে না পা থেকে মাথা পর্যন্ত ছেঁটে ফেলতে। ৭. আমি যদি দেখি মায়ের পুজো করতে গিয়ে পুরোহিত ভুল মন্ত্র পড়ছে, আমার দায়িত্ব পুরোহিতকে বুঝিয়ে দেওয়া। ৮. বলা, তুমি ভুল মন্ত্র পড়ছ, এতে মা খুশি হবেন। আপনার মতামত জানান -