এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন কোনো বড় সভা হচ্ছে না সিপিআইএমের

কেন কোনো বড় সভা হচ্ছে না সিপিআইএমের

দীর্ঘ ৩৪ বছর শাসক হিসাবে বাংলার কতৃত্বে থাকার পর আবার নতুন করে কোনো ভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না সিপিএম তথা বামফ্রন্ট গোষ্ঠী। ২০১১ সালের নির্বাচনের পরাজয়ের পর পুরো থমকে দাঁড়িয়ে গেছে বাংলার এই রাজনৈতিক দল। বাংলার পরিবর্তনকামী মানুষ নতুন পরিবর্তনের সুরে মেতে নিয়ে এসেছিলো  তৃণমূলকে।এরপর বাংলা থেকে কার্যত অবলুপ্তির পথে হেটে চলেছে সিপিআইএম তথা বামফ্রণ্ট।একেএকে বামফ্রন্টের রাজ্য, জেলা, জোনাল কিংবা লোকাল সমিতিগুলি ধ্বংস হয়ে পড়ছে৷ এই  কারণে সিপিম দলকর্মীর কেউ যোগ দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠীকে আবার কেউ হয়েছে পদ্মমুখী৷
দলের এই সমস্ত টানাপোড়ন ও গোষ্ঠীকোন্দলের মাঝেই রাজ্য শুরু হতে চলেছে রাজ্য সম্মেলন৷ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন যে আগামী বছরের ৫ থেকে ৮ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে।আশ্চয্যকর বিষয় এই যে রাজ্য সম্মেলনের মতো এত গুরুত্বপূর্ণ সমাবেশ সিপিএম এই বার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও প্রকাশ্যে না করে একটি ভবনে করছে।কারণ হিসাবে দল মাধ্যমিক ও উচমাধ্যমিক পরীক্ষায় প্রশাসনের না মঞ্জুরীর কথা জানিয়েছেন । তবে দলেরই অন্দর মহলে রব উঠছে যে পরীক্ষা শুধু মাত্র একটা অজুহাত৷আলিমুদ্দিনের ম্যানেজারদের কাছে সূচনা আছে যে ,বিগত কয়েক বছর ধরে ব্রিগেডে সিপিএম এর কোনো সমাবেশেই সফল হয়নি তাছাড়া এই বিপুল সমাবেশকে সফল করার জন্য যে সাংগঠনিক শক্তির প্রয়োজন তা এখন সিপিএমের নেই৷ পাশাপাশি, বিগ্রেড সমাবেশ করার জন্য যে বিশাল পরিমান অর্থের প্রয়োজন তা পঞ্চায়েত ভোটের আগে কোনো মতেই অপচয় করতে চাইছে না আলিমুদ্দিনের কর্তা ব্যক্তিরা। তাই লোকমুখে ব্যাঙ্গের কারণ হতে নারাজ সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা  এইবার বিগ্রেড সমাবেশের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!